হায়দরাবাদ, 2 মে :বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি! সম্প্রতি তাঁর একটি ছবি প্রচণ্ড ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়(Mithun Chakraborty Viral Hospital Picture) ৷ যেখানে দেখা যাচ্ছে, বেডে শুয়ে রয়েছেন এই 71 বছর বয়সি অভিনেতা ৷ ছবিটি সামনে আসতেই এই নিয়ে ট্যুইট করে দ্রুত আরোগ্যের কামনা জানাতে শুরু করেন নেটিজেনরা ৷ এমনকী তাঁর বর্তমান রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির সতীর্থরাও এই নিয়ে মন্তব্য করতে শুরু করেন ৷
এই ছবিটি শেয়ার করেন বিজেপি নেতা অনুপম হাজরাও ৷ তিনি লেখেন, "তোমার দ্রুত আরোগ্য কামনা করি মিঠুনদা ৷" দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপির ন্যাশানাল সেক্রেটারি সঞ্জয় সিংহও ৷ তবে এর কিছুক্ষণ পরেই সামনে আসে আসল ঘটনা ৷ মিঠুন চক্রবর্তীর পুত্র মিমো একটি ওয়েবলয়েডকে জানান, এই ছবিটি সঠিক হলেও ছবিটি বেশ পুরোনো ৷ কিডনিতে পাথর অপারেশনের জন্য ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এই অভিনেতাকে ৷ ছবিটি সেই সময়ই তোলা ৷