আসানসোল, 2 এপ্রিল :আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপি আস্থা রেখেছে বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষের ওপর ৷ উল্টোদিকে তৃণমূলের হয়ে বালিগঞ্জে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর আসানসোল লোকসভা কেন্দ্রে রয়েছেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা । সম্মুখ সমরের বাকি আর কয়েকদিন, প্রচারও চলেছে পুরোদমে ৷
এবার আসানসোলে অগ্নিমিত্রার হয়ে প্রচারে নামলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Urges People to Vote For Agnimitra) ৷ তবে ভার্চুয়ালি ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই গেরুয়ার শিবিরে যোগ দিয়েছিলেন মিঠুন ৷ তাঁর বিজেপির রাজনৈতিক মঞ্চ থেকে তাঁর 'এক ছোবলে ছবি'-সহ অন্যান্য গরম গরম সংলাপ নিয়ে জলঘোলাও কম হয়নি ৷ এমনকী তাঁর এভাবে ভোট প্রার্থনা নিয়ে পুলিশে এফআইআর অবধি হয়েছে ৷ এবার অগ্নিমিত্রার হয়ে ভোট চাইতে এসে অবশ্য নরম সুরই বজায় রাখলেন এই অভিনেতা ৷ বাংলার সঙ্গে প্রায়শই কথার তর্জমা করে দিলেন হিন্দিতেও ৷ অর্থাৎ আসানসোলে হিন্দিভাষী মানুষের কথা মাথায় রেখেই প্রচার সারলেন তিনি ৷