ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mithun Supports Agnimitra : অগ্নি রোজ আমার খোঁজ নেয়, ওকেই ভোট দিন ; আসানসোলবাসীর কাছে আর্জি মিঠুনের - অগ্নি রোজ আমার খোঁজ নেয় ওকেই ভোট দিন আসানসোলবাসীর কাছে আর্জি মিঠুনের

আসানসোলে অগ্নিমিত্রার হয়ে প্রচারে নামলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ৷ তবে ময়দানে নেমে নয় ৷ এক ভিডিয়ো বার্তায় তিনি জানালেন সুখে দুঃখে সবসময় তাঁর খোঁজ নিয়েছেন অগ্নিমিত্রা ৷ তাই তাঁর বিশ্বাস অগ্নিমিত্রা মানুষের পাশেও একইভাবে দাঁড়াবেন (Mithun Urges People to Vote For Agnimitra) ৷

Mithun on Agnimitra
অগ্নি রোজ আমার খোঁজ নেয়, ওকেই ভোট দিন ; আসানসোলবাসীর কাছে আর্জি মিঠুনের
author img

By

Published : Apr 2, 2022, 3:57 PM IST

আসানসোল, 2 এপ্রিল :আসানসোল এবং বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপি আস্থা রেখেছে বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষের ওপর ৷ উল্টোদিকে তৃণমূলের হয়ে বালিগঞ্জে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর আসানসোল লোকসভা কেন্দ্রে রয়েছেন বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা । সম্মুখ সমরের বাকি আর কয়েকদিন, প্রচারও চলেছে পুরোদমে ৷

এবার আসানসোলে অগ্নিমিত্রার হয়ে প্রচারে নামলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Urges People to Vote For Agnimitra) ৷ তবে ভার্চুয়ালি ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগেই গেরুয়ার শিবিরে যোগ দিয়েছিলেন মিঠুন ৷ তাঁর বিজেপির রাজনৈতিক মঞ্চ থেকে তাঁর 'এক ছোবলে ছবি'-সহ অন্যান্য গরম গরম সংলাপ নিয়ে জলঘোলাও কম হয়নি ৷ এমনকী তাঁর এভাবে ভোট প্রার্থনা নিয়ে পুলিশে এফআইআর অবধি হয়েছে ৷ এবার অগ্নিমিত্রার হয়ে ভোট চাইতে এসে অবশ্য নরম সুরই বজায় রাখলেন এই অভিনেতা ৷ বাংলার সঙ্গে প্রায়শই কথার তর্জমা করে দিলেন হিন্দিতেও ৷ অর্থাৎ আসানসোলে হিন্দিভাষী মানুষের কথা মাথায় রেখেই প্রচার সারলেন তিনি ৷

ভার্চুয়াল মাধ্যমে প্রচারে এসে তিনি প্রথমেই জানান, তাঁর চোখের অপারেশনের কারণে আপাতত চশমা পড়ে থাকতে হচ্ছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর কিডনিতেও পাথর ধরা পড়েছে ৷ যার জন্য আবারও খুব শীঘ্রই অপারেশন করাতে হবে তাঁকে ৷ অগ্নিমিত্রা প্রসঙ্গে তিনি বলেন, "আমি কথা বলছি আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের অগ্নির জন্য...আমার সঙ্গে ওর ভাইবোনের সম্পর্ক ৷ আমার এই সফরে আমি অনেক সম্পর্ক দেখলাম, ভাই বোনের সম্পর্কও, সময় শেষ হলেই সম্পর্কও শেষ ৷ কিন্তু এই মেয়েটি আমার সঙ্গে যে ভাইবোনের সম্পর্ক সেটা সবসময় বজায় রেখেছে ৷"

আরও পড়ুন : হোর্ডিং কম দেওয়ার অভিযোগ, মেয়রের দ্বারস্থ অগ্নিমিত্রা

তিনি জানান সুখে দুঃখে সবসময় তাঁর খোঁজ নিয়েছেন অগ্নিমিত্রা ৷ তাই তিনি বলেন, "তাহলে ভাবুন ও যদি এইটুকু সম্পর্কের জন্য আমাকে মনে রাখতে পারে, তাহলে আপনাদের জন্য ও কী না করতে পারে ৷...তাই বলছি ওকে নিয়ে আসুন আমি কথা দিয়ে বলছি ও আপনাদের পাশে দাঁড়াবে ৷ " তিনি নিজে বাংলায় প্রচারে আসবেন বলেও জানিয়েছেন মিঠুন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details