হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর:অক্ষয়ের সাম্প্রতিক ছবি 'ও মাই গড 2'-এর সাফল্যের পর তাঁর আগামী ছবি কেমন হতে চলেছে তা জানার জন্য়ই এখন অপেক্ষায় অনুরাগীরা ৷ কমেডির রাজা হিসাবেই পরিচিত অক্ষয় কুমার ৷ তবে সিরিয়াস কোনও চরিত্রেও যে তিনি নিজেকে মেলে ধরতে পারেন তার প্রমাণ মিলেছে 'ওএমজি 2' ছবিতেই ৷ আবারও একটি গুরুত্বপূর্ণ চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় ৷ ছবির নাম 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ৷ ছবিতে তাঁকে দেখা যাবে ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের চরিত্রে ৷ যাঁর জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন কয়লা খনির গহ্বরে আটকে পরা 70-75 জন শ্রমিক ৷ সেই নিয়েই তৈরি এই ছবি ৷ সোমবার মুক্তি পেল ছবির ট্রেলার ৷
টিনু সুরেশ দেশাই পরিচালিত এই ছবিতে অক্ষয়ের স্ত্রী'র চরিত্রে দেখা যাবে সদ্য বিবাহিতা অভিনেত্রী পরিণীতি চোপড়াকে ৷ এদিন ছবির ট্রেলার শেয়ার করে অক্ষয় লেখেন, "সর্দার যশবন্ত সিং গিলজি এই ট্রেলারটি আপনার স্মৃতিতে আর আপনার সাহসিকতাকে স্মরণ করে সমর্পিত করলাম ৷ আপনার সাহসিকতাকে সেলাম ৷"