মুম্বই, 18 ফেব্রুয়ারি: গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা শাহনওয়াজ প্রধান। মির্জাপুর, আলিফ লায়লা, শ্রী কৃষ্ণ এবং অন্যান্য শোতে তাঁর অভিনয়ের জন্য সুপরিচিতি লাভ করেন ৷ একটি অনুষ্ঠানে হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর ৷ তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় ৷ অভিনেতার শেষকৃত্য আজ হবে বলে জানা গিয়েছে (Shahnawaz Pradhan Died in Heart Attack)।
শাহনওয়াজ প্রধান যিনি টেলি অভিনেতা হিসাবে বিশেষ পরিচিত ৷ তাঁর অভিনয়ে জনপ্রিয়তা লাভ করেন মির্জাপুর ওয়েব সিরিজে ৷ প্রবীণ এই অভিনেতার লাইমলাইটে উঠে এসেছিল এই ওয়েব সিরিজের অভিনয়ের পর । মির্জাপুরে তাঁকে দেখা গিয়েছিকল পুলিশ অফিসারের চরিত্রে ৷ সেই সঙ্গে গোলু এবং সুইটির বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি ৷ সূত্রের খবর, লাগান অভিনেতা যশপাল শর্মাও ওই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷ প্রবীণ অভিনেতার মৃত্যুতে তিনি সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন ৷
তিনি লিখেছেন, "আজ মুম্বাইয়ের এই প্রোগ্রামে অংশ নিয়েছি... সবকিছুই দারুণ চলছিল... শত শত শিল্পী উপস্থিত ছিলেন কিন্তু পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় শিল্পী শাহনওয়াজ অসুস্থ বোধ করতে থাকেন ৷ পুরো অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। সকলের সহযোগীতায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে যান। ভালোভাবে অনুষ্ঠান শেষ হল ৷ কিন্তু একটা জীবন চলে গেল... অনেক শিল্পী এক জায়গায় জড়ো হলেন আর একটা জীবন শেষ হল" আমাদের চোখের সামনে.... খালি লাগছে... এক জায়গায় এত মানুষ মিলল কিন্তু একজন চলে গেল, এই দুঃখ সারাজীবন ধরে থাকবে... তাঁর আত্মা শান্তিতে থাকুক এবং তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"
আরও পড়ুন:মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত
সহ-অভিনেতা, অনুরাগী এবং অন্যরা দুঃখজনক খবরে প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় নিয়েছিলেন। রাজেশ তাইলাং অর্থাৎ মির্জাপুরে যিনি গুড্ডু পণ্ডিতের বাবা হয়েছিলেন (রমাকান্ত পণ্ডিত) তিনিও শোকবার্তা জানিয়েছেন ৷ তিনি লিখেছেন, "শাহনওয়াজ ভাই আখিরি সালাম!!! মির্জাপুরে কী সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা ৷ এখনও বিশ্বাস করতে পারছি না!"