পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mir-Prosenjit on Rituparno: ঋতু হারানোর এক দশক! 'ভালো থাকিস বন্ধু' লিখলেন বুম্বাদা, আবেগপ্রবণ মীরও - ভালো থাকিস বন্ধু লিখলেন বুম্বাদা

কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রয়াণের এক দশক পার ৷ এই বিশেষ দিনে আবেগে ভাসলেন অভিনেতা প্রসেনজিৎ থেকে মীর-সহ অনেকেই ৷

Mir Prosenjit on Rituparno
ঋতুপর্ণের শোকে কাতর প্রসেনজিৎ মীর

By

Published : May 30, 2023, 1:33 PM IST

কলকাতা, 30 মে: সালটা ছিল 2013 ৷ আজ থেকে ঠিক দশ বছর আগে এই দিনে মৃত্য়ুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষ ৷ মাত্র 49 বছর বয়সে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে আজও কষ্ট হয় আপামর সিনেপ্রেমীর ৷ অনেককেই তাঁর প্রয়াণ আত্মীয় হারানোর শোক দিয়ে গিয়েছে। সেই শোক থেকে অনেকেই আজও বেরতে পারেননি।

1992 সালে তিনি প্রথমবার পা রেখেছিলেন সিনেমায় ৷ শীর্ষেন্দুর 'হীরের আংটি'র হাত ধরে তাঁর রূপোলি পর্দার যাত্রা শুরু ৷ এরপর 'দোসর', 'খেলা', 'সব চরিত্র কাল্পনিক','সানগ্লাস', 'ঊনিশে এপ্রিল'-এর মতো একাধিক ছবির হাত ধরে মন জয় করে নিয়েছেন বিশ্বব্যাপী সিনেপ্রেমীদের ৷ সোমবার পরিচালকের দশম প্রয়াণ দিবসে আবেগী হয়ে পড়লেন তাঁর বহু ছবির নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ আর তাঁর সঙ্গে মীরও শ্রদ্ধা জানালেন তাঁর প্রিয় ঋতুদাকে ৷ বাঙালির প্রিয় বুম্বাদাকে শুধু ঋতুপর্ণর ছবির নায়ক বললে কিছুই বলা হয় না। একাধিক সাক্ষাৎকারে নায়ক নিজেই জানিয়েছেন, তাঁর কেরিয়ারকে সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে গিয়েছেন ঋতুপর্ণ।

এই বিশেষ দিনে আবেগী প্রসেনজিৎ লেখেন, "ঋতু, তুই নেই এটাই এখনও বিশ্বাস করতে ইচ্ছে করে না। কত আড্ডা, কত আলোচনা এখনও তো বাকি ছিল বন্ধু। আমি জানি এখনও তুই নতুন নতুন গল্প ভেবে যাচ্ছিস, বেশ কিছু স্ক্রিপ্টের খসড়া তৈরি আছে। আমার নতুন কাজগুলো নিয়েও নিশ্চয়ই তোর অনেক কিছু বলার আছে... ভালো থাকিস বন্ধু।"

ঋতুপর্ণের সঙ্গে 'দোসর', 'খেলা', 'সব চরিত্র কাল্পনিক'-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন বুম্বাদা ৷ কোথাও ঋতুর হাত ধরে তিনি হয়ে উঠেছেন চিত্র পরিচালক । আবার কোথাও তিনি কবি হয়ে উঠেছেন এই পরিচালকের হাত ধরেই ৷ ঋতু এবং বুম্বার রসায়নও ছিল অসাধারণ ৷ অনেকে তো এও বলেন ঋতুর হাত ধরেই বাংলা এক নতুন প্রসেনজিতকে পেয়েছিল ৷

আরও পড়ুন:শুধু গল্প বলিয়ে নয়, রূপোলি পর্দাই ঋতুপর্ণের যুদ্ধের হাতিয়ার

আর অন্যদিকে, মীরের সঙ্গে ঋতুপর্ণর সম্পর্কের কথা কারও অজানা নয় ৷ মীর ঋতুপর্ণের অসাধারণ নকল করতেন একসময় ৷ এমনকী একটি ইন্টারভিউতে তাঁকে 'ঘোষ অ্যান্ড ঘোষ' বলেও উল্লেখ করেছিলেন ঋতুপর্ণ ৷ যদিও এই বিশেষ ইন্টারভিউটি ছিল বেশ বিতর্কিত ৷ তবে সেসব অতীতের পাতা আজ বিবর্ণ ৷ আজ তাই আবেগী হয়ে ফেসবুকে মীর লিখলেন, "ঋতু-হীন 10টি বছর ৷"

ABOUT THE AUTHOR

...view details