কলকাতা, 1 জুলাই :বেতার যদি ক্যানভাস হয়, বাংলার শ্রোতাদের কাছে মীর আফসর আলি তাহলে নিঃসন্দেহে পাবলো পিকাসো ৷ 1994 রেডিয়োতে মীরের পথ চলা শুরু হওয়ার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল । টাইমস এফএম রেডিয়ো মিরচি হয়েছে সেই কবে, কিন্তু মীর আর মিরচি একে অন্যের পরিপূরক হয়েই থেকে গিয়েছেন ৷ তাঁর বেতার কেরিয়ারের যা কিছু মণিমানিক্য, সবই এসেছে রেডিয়ো মিরচি-র হাত ধরে ৷ সেই রেডিয়ো মিরচি-কেই আলবিদা জানালেন বাংলা তথা ভারতীয় বেতারের বেতাজ বাদশা ৷ শুক্রের সকালে অনুরাগীদের মন খারাপ করা খবর দিলেন 'সকালম্যান' মীর ৷
'সকালম্যান' মীরের কণ্ঠ দিয়ে শহর আবার আড়মোড়া ভাঙবে কি না জানা নেই । তবে 'মিরচি মীর'-এর কণ্ঠে ইতি এখানেই ৷ সানডে সাসপেন্সও হারাবে তাঁর শার্লক হোমস আর ব্যোমকেশ বক্সীর কণ্ঠকে ৷ 28 বছরের সম্পর্কে ইতি ৷ তবু মিরচি ছেড়ে যাওয়ার বেলায় মীর রইলেন চেনা মেজাজেই ৷ জানালেন 98.3% মতন কষ্ট হচ্ছে তাঁর ৷ এদিন মীর ফেসবুকে শেয়ার করেছেন 'আকাশবাণী' অধ্যায়ের একটি স্মৃতি ৷ তবে আশার কথা একটাই, রেডিয়োতেই থাকছেন কিংবদন্তি এই রেডিয়ো জকি ৷