পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mir Afsar Ali: ঘর বদলালেন মীর, নতুন ঠিকানায় নতুন জীবন শুরু সকাল ম্যানের - Mir Afsar Ali New Project

দীর্ঘ 28 বছরের অভ্যাস ত্যাগ করে মির্চি ছেড়ে বেরিয়ে গিয়েছেন মীর ৷ তিনি লিখেছেন, তাঁর নতুন ঠিকানা হতে চলেছে ব্যান্ডেজ এবং মীরের নিজস্ব ইউটিউব চ্যানেল (Mir Afsar Ali New Project) ৷

Mir Afsar Ali
ঘর বদলালেন মীর, অন্য ঠিকানায় শুরু নতুন জীবন

By

Published : Jul 22, 2022, 5:57 PM IST

কলকাতা, 22 জুলাই: দীর্ঘ 28 বছরের অভ্যাস ত্যাগ করলেন মীর । আজ থেকে ঠিক 21 দিন আগে রেডিয়ো জকির তকমা ছেড়ে বেরিয়ে আসার খবর দেন তিনি । মীরের এই ঘোষণার পর আশাহত হন অনুরাগীরা । এখন আর সানডে সাসপেন্সে শোনা যাচ্ছে না মীরের কণ্ঠ (Mir Afsar Ali New Project)৷ তা নিয়ে আক্ষেপ করেছেন অনেকেই।

সবার একটাই প্রশ্ন ছিল, তা হলে কি রেডিওতে আর শোনা যাবে না মীরের কণ্ঠ?... শিল্পীর শিল্প কি থেমে যাবে ৷ মীর অবশ্য বলেই দিয়েছিলেন মির্চি ছাড়লেও রেডিয়ো ছাড়ার প্রশ্ন উঠেনা ৷ শিল্পীর শিল্পও থেমে থাকে না কখনও । ইতিমধ্যেই নিজের নতুন পদক্ষেপের খবর সামাজিক মাধ্যমে দিয়েছেন মীর ।

তিনি লিখেছেন, "কথায় আছে যে কোনো অভ্যাস ধারণ করতে নাকি 21 দিন লাগে। যে কোনও অভ্যাস কাটাতেও নাকি 21 দিন লাগে । আজ 21 দিন হল আমি রেডিও ছাড়া। এবার প্রায় 28 বছরের অভ্যাস কাটানো জল ছাড়া বেঁচে থাকার মত হবে । উপায়? নতুন কোনও অভ্যাস? নতুন কোনও আশ্রয়/ঠিকানা? বিগত 21 দিন ধরে যে ভাবে সোশাল মিডিয়া জুড়ে তোমরা আমার পাশে দাঁড়িয়েছ, যে ভাবে আমায় আগলে রেখেছ, সেটা বাড়ির লোকের মত । আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি না । ওটা ভীষণ ফর্মাল হয়ে যাবে। তার চেয়ে অন্য উপায় বলি?"

আরও পড়ুন:মির্জা গালিবের রচনার পুনর্নির্মাণে হাজির 'গালিবনামা'র দ্বিতীয় সফর

নিজের নতুন পদক্ষেপের কথা জানিয়ে তিনি লিখেছেন, "তোমরা আমায় শুনতে চেয়েছো নিয়মিত রূপে । কথা দিচ্ছি, শুধু শুনতে না, নিয়মিত আমায় দেখতেও পাবে । আসছে ব্যান্ডেজ এবং মীরের ইউটিউব চ্যানেল । ঠিক যেমন ভাবে আজ থেকে 5 বছর আগে শুরু করেছিলাম ফুডকা!কোনও স্পন্সর ছাড়া, কোনও ছাতা ছাড়া। কথা দিচ্ছি, নিরাশ হবে না তোমরা । বাকিটা ক্রমশঃ প্রকাশ্য ।"এই খবর জানার পরই চাঙ্গা মীরের ফ্যানকূল । ভরে উঠছে কমেন্ট বক্স । সহজ কথায় ভাইরাল হয়ে গেছে মীরের সাম্প্রতিক এই পোস্ট ।

ABOUT THE AUTHOR

...view details