পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shastry Virudh Shastry: মুক্তির অপেক্ষায় 'পোস্ত'র হিন্দি রিমেক, ছবির প্রথম পোস্টার শেয়ার করলেন মিমি - অভিনেত্রী মিমি

চলতি বছরেই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি পোস্ত-র রিমেক শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিমি ৷

Shastry Virudh Shastry
মুক্তির অপেক্ষায় 'পোস্ত'-র রিমেক 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'

By

Published : May 11, 2023, 4:40 PM IST

হায়দরাবাদ, 11 মে: 2017 সুপারহিট বাংলা ছবি 'পোস্ত' জয় করে নিয়েছিল আপামর বাঙালির মন ৷ সেই গল্পই আরও একবার বড় পর্দায় ৷ নেপথ্যে সেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ মুক্তির অপেক্ষায় 'পোস্ত'-র হিন্দি রিমেক 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' ৷ সোশাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷

ছ'বছর আগে মুক্তি পেয়েছিল বাংলা ছবি 'পোস্ত' ৷ বক্সঅফিসে ম্যাজিক দেখিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত এই ছবি। সেই ছবির প্রশ্নাতীত সাফল্যের পর প্রথমবার সর্বভারতীয় প্রযোজনা সংস্থা ভায়াকম 18, বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তৈরি করতে চলেছে 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' ৷ এই ছবির হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন মিমি চক্রবর্তী । 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'তে মিমি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো অভিনেতা-অভিনেত্রীরা। 'শিশুশিল্পী হিসেবে হিন্দি ছবিতে অভিনয় করেছে খুদে কবীর পওয়া। প্রথমবার পর্দায় অভিনয় করছে সে।

আরও পড়ুন: এবার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের ভূমিকায় বুম্বাদা, সামনে এল 'স্কুপ' মুক্তির দিনক্ষণ

সোশাল মিডিয়ায় সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷ ক্যাপশনে লিখেছেন, "ইগো একটা পরিবারকে কতদূর নিয়ে যেতে পারে !" পোস্টার সামনে আসতেই কৌতূহলী হয়ে উঠেছেন দর্শকরা ৷ অনেকেই জানতে চেয়েছেন, এই ছবি পোস্ত রিমেক কি না ৷ আবার যাঁরা জানেন, তাঁরা আগাম শুভেচ্ছা জানিয়েছেন মিমিকে ৷ তবে ছবি মুক্তির তারিখ এখন প্রকাশ্যে না-এলেও চলতি বছরেই বড়পর্দায় আসতে চলেছে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী, তা মিমির পোস্ট দেখেই স্পষ্ট ৷

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলা ছবি 'পোস্ত' যাঁরা দেখেছেন তাঁরা হিন্দি ছবিটা দেখেও মজা পাবেন ৷ কারণ এখানে গল্প এক হলেও পরেশ রাওয়ালের অভিনয় দেখার মতো ৷ ফলে আশা করাই যায়, 'পোস্ত' প্রেমে বাঙালিরা তো মজেইছিলেন আগে, এবার প্রেমে পড়ার পালা বি-টাউনের দর্শকের ৷

ABOUT THE AUTHOR

...view details