কোচবিহার, 31 মে :সোমবার ভাগ্নিকে নিয়ে নিজের চেনা ছোট্ট শহর হলদিবাড়িতে এলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ রবিবার জলপাইগুড়িতে নিজের বাসভবনে এসেছিলেন এই অভিনেত্রী সাংসদ । জলপাইগুড়ি থেকে সোমবার দুপুরে মা এবং তার ভাগ্নিকে নিয়ে হলদিবাড়ির হুজুরের মাজারে যান তিনি (Actress Mimi Chakraborty in Haldibari Majar ) ।
সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান এই অভিনেত্রী ৷ প্রার্থনা করেন এবং মাজার চত্বর এলাকা ঘুরেও দেখেন ৷ এদিন মিমিকে দেখতে এবং তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য স্বাভাবিকভাবেই ভিড় জমে যায় অনুরাগী । নিজের ছবি মোবাইল বন্দি করার সঙ্গে সঙ্গে অনুরাগীদের সেলফি তোলার আবদারও পূরণ করেন মিমি ।