মুম্বই, 22 জুলাই:তাঁকে বলিউডের বাজিরাও বলুন কিংবা পর্দার কপিল, মানতেই হবে রণবীর সিং তাঁর উচ্ছ্বসিত জীবনী শক্তি এবং বৈষম্যহীন মনোভাবের জন্য়ই ফ্যানেদের মনে আলাদা জায়গা গড়ে নিয়েছেন ৷ এবারও নিউ ইয়র্কের একটি ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর সম্পূর্ণ নগ্ন ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছিল নেটপাড়া ৷ শুরু হয়েছিল নীতি পুলিশিও ৷ তবে বেশির ভাগ ফ্যানেরাই রণবীরের সাহসীকতায় মুগ্ধ ৷ পেপার ম্যাগাজিন (Paper Magazine) সূত্রে খবর, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করে সাহসী এই ফটোশুটে সামিল হয়েছেন রণবীর । আসলে তিনিও ছিলেন এমনই সাহসী ৷ এবার বিষয়টির অন্য দিক তুলে ধরে নীতি পুলিশদের দলে নাম লেখালেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi chakraborty shares her thoughts on ranveer singh nude poster) ৷
রণবীরের এই ফটোশ্যুট সামনে আসার পর পরপর দু'টি টুইট করেন মিমি ৷ তাঁর বক্তব্য একটাই রণবীর যদি একজন নারী হতেন তাহলে কী একইভাবেই প্রশংসা কুড়োতেন? অভিনেত্রী সাংসদ লেখেন, "রণবীর সিং-এর সাম্প্রতিক ফটোশুটে ইন্টারনেটে শোরগোল ফেলে দিয়েছে এবং বেশিরভাগই মন্তব্যগুলি ছিল, (তিনটি আগুনের ইমোজি ব্যবহার করেছেন মিমি)। শুধু ভাবছি যে তিনি যদি একজন মহিলা হতেন তাহলে প্রশংসা একইরকম হত কি? নাকি আপনারা তাঁর বাড়ি পুড়িয়ে দিতেন, তাঁকে হত্যার হুমকি দিয়ে মোর্চা বের করতেন..."
তিনি আরও লেখেন, "আমরা সমতা নিয়ে কথা বলি কিন্তু সেটার অস্তিত্ব কোথায়? আপনি ঠিকই জানেন আপনার দৃষ্টিভঙ্গি কোনও কিছু পরিবর্তন করতে পারে অথবা একে ধ্বংসও করতে পারে ৷ তাই আসুন এই ঘটনা থেকে দৃষ্টিভঙ্গিকে আরেকটু প্রসারিত করি ৷ কারণ বিশ্বাস করুণ ওই শরীরের পিছনে অনেক ত্যাগ আছে..."