কলকাতা, 28 সেপ্টেম্বর:মিমি চক্রবর্তীর নতুন ছবি 'রক্তবীজ' নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির হাত ধরে আগামী পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবিটি ৷ ছবিতে মিমিকে দেখা যাবে বর্ধমানের এসপি সংযুক্তা মৈত্রর চরিত্রে ৷ খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি ৷ আর তাই বর্ধমানের পুলিশ অফিসার সংযুক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য ৷ ছবির টিজার ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ বৃহস্পতিবার ছবির শুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন নায়িকা ৷
বৃহস্পতিবার বেশকিছু ছবি এবং একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি ৷ ছবিতে মিমিকে দেখা গিয়েছে সাদা শার্ট আর ডেনিম জিন্সে ৷ বাইকে সওয়ার নায়িকাকে দেখে রীতিমতো মুগ্ধ অনুরাগীরা ৷ একটি ছবিতে দেখা গেল শিবপ্রসাদের সঙ্গে আলাপ আলোচনা সারছেন তিনি ৷ 'রক্তবীজ' ছবিতে দেখা যাবে বাঘা বাঘা অভিনেতাদের ৷ থাকবেন আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, অম্বরিশ ভট্টাচার্যের মতো অভিনেতারাও ৷