পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mimi on Marriage: 'কেন বিয়ে করব?', ফ্যানের প্রশ্নে অকপট মিমি - ফ্যানেদের প্রশ্নের জবাব অকপট মিমি

কেন বিয়ে করতে হবে? ফ্যানেদের বিয়ে সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথাই বললেন টলি-সুন্দরী ৷ এদিন আরও বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিতে দেখা গেল সাংসদকে ৷

mimi chakraborty Opens up About Her Marriage Plans
ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অকপট মিমি

By

Published : Jul 4, 2023, 10:41 AM IST

কলকাতা, 4 জুলাই:বলিউড হোক বা টলিউড, ফ্যানেদের সঙ্গে সেলেবদের প্রশ্নোত্তর পর্ব এখন সোশাল মিডিয়ার নয়া ট্রেন্ড ৷ শাহরুখ খান থেকে বাংলার যশ দাশগুপ্ত পর্যন্ত সকলে এমনই প্রশ্নোত্তর পর্বে ফ্যানেদের কৌতুহল নিরসন করে থাকেন ৷ সোমবার একই কর্মকাণ্ডের আয়োজন করলেন মিমি চক্রবর্তীও ৷ নায়িকা প্রথমেই জানান পছন্দ মতো দশটি প্রশ্নের উত্তর দেবেন ৷ আর সেইসব প্রশ্নে উঠে এল তাঁর স্কিন কেয়ার রুটিন থেকে শুরু করে বিয়ে-সহ বিভিন্ন বিষয় ৷ আর সমস্ত প্রশ্নের জবাব কার্যত সোজা ব্যাটেই দিলেন অভিনেত্রী ৷

ঠিক যেমন একজন অনুরাগী প্রশ্ন করেন, "আপনার গলায় আবার রবীন্দ্রসঙ্গীত কবে শুনতে পাব?" মিমি জানান, বর্ষা শেষ হলে তাঁর কণ্ঠে আবার রবীন্দ্রসঙ্গীত শোনার আশার রাখতে পারেন ভক্তরা ৷ কেউ আবার লেখেন, "কোন খাবার রান্না করতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন?" এর উত্তর একটু মজা করেই দিয়েছেন অভিনেত্রী ৷ তিনি লিখেছেন, "আমি ধন্য় আমার চারপাশে এমন কিছু মানুষদের পেয়ে যাঁরা সত্যিই দারুণ রান্না করেন ৷ রান্না আমার জন্য় অনেকটা রকেট সায়েন্স-এরই মতো ৷ আমি শুধু জানি কেমন করে খেতে হয় ৷"

সোমবার ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দিলেন মিমি

কেউ আবার জানতে চেয়েছেন, "আপনার গ্য়ালারির শেষ ছবি কোনটা?" উত্তরে দু'টি কুকুরের একটি দারুণ ছবি শেয়ার করেছেন নায়িকা ৷ নায়িকার কুকুরের প্রতি ভালোবাসার কথা আজ সর্বজনবিদিত ৷ অন্য়দিকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন তুলতে ভোলেননি অনুরাগীরা ৷ তাঁদের প্রিয় 'মিমিদিদি' কবে বিয়ের পিঁড়িতে বসছেন তা জানার কৌতুহলী অনেকেই ৷ জবাবটা একেবারে হাসির ছলে ছোট্ট করে দিয়েছেন অভিনেত্রী ৷ তিনি জানিয়েছেন, "কী জন্য?" সঙ্গে একটি হাসির ইমোজিও শেয়ার করেছেন তিনি ৷

আরও পড়ুন:ত্রিকোন প্রেমের ফাঁদে পরম আবির, মুক্তি পেল 'বিয়ে বিভ্রাট' এর ট্রেলার

তাঁর এই প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন এসেছিল ফিটনেস নিয়েও ৷ মিমি কীভাবে জিমে ঘাম ঝড়ান তা জানান সকলেই ৷ কেউ একজন এ প্রশ্নও তোলেন, "আপনার মতো রোগা থাকার উপায় কী?" তিনি জানান কঠিন পরিশ্রমের কোনও বিকল্প নেই ৷ তাঁকেও এই সবকিছু সামলাতে ভীষণ কঠিন পরিশ্রম করতে হয়েছে ৷ অনেকেই মনে করেন তার জন্য় পুরো বিষয়টি খুব সহজ কিন্তু তা নয় ৷ এদিন নায়িকা জানান, সঠিকভাবে পরিশ্রম করা, ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া আর খাবার ও অন্য় বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারলে শরীরকে ফিট রাখা সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details