কলকাতা, 26 অগস্ট:কবি নিজেই লিখেছিলেন, 'আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি...৷' সৌম্য-শান্ত ঋষিসুলভ মানুষটি সেদিনই বুঝতে পেরেছিলেন বারবার বাঙালিকে আশ্রয় খুঁজতে হবে তাঁর লেখনির কাছে ৷ বারবার নানা শিল্পীর কণ্ঠে আজও ঘুরে ফিরে আসে রবি ঠাকুরের গান ৷ দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র থেকে শুরু করে এ যুগের সুমন চট্টোপাধ্যায়, নচিকেতা সকলেই নিজের মতো করে কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রসঙ্গীতে ৷ এবার নতুন রবীন্দ্র সঙ্গীতের ভিডিয়ো নিয়ে হাজির হবেন আরেকজন গায়িকা ৷ মিমি চক্রবর্তী অবশ্য় বেশি পরিচিত অভিনেত্রী হিসাবেই ৷ কিন্তু এর আগেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল তাঁর গাওয়া প্রথম রবীন্দ্রসঙ্গীতের ভিডিয়োটি ৷ এবার আসছে তাঁর নতুন প্রয়াস 'আমার হিয়ার মাঝে' ৷
রবি ঠাকুরের বিভিন্ন গানের কথা বললেই মনে পড়ে যায় বিভিন্ন শিল্পীদের নাম ৷ যেমন 'আকাশ ভরা সূর্যতারা' বললেই মনে পড়বে দেবব্রত বিশ্বাসের কথা ৷ 'কৃষ্ণকলি আমি তারেই বলি' গানের কথা বললেই ভেসে ওঠে সুচিত্রা মিত্রের মুখ ৷ ঠিক তেমনই 'আমার হিয়ার মাঝে' গানটির কথা বললেই মনে পড়ে যায় ইন্দ্রাণী সেনের নাম ৷ আক্ষরিক অর্থেই এক কোটির বেশি মানুষ এই গানটি শুনেছেন ইন্দ্রাণীর কণ্ঠে ৷ এবার সেই জুতোয় পা গলাবেন মিমিও ৷