প্যারিস, 11 ফেব্রুয়ারি:জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন মিমি চক্রবর্তী ৷ অভিনেত্রী তথা লোকসভার সাংসদের এবারের জন্মদিনের সেলিব্রেশনটা অবশ্য় একটু বিশেষ ৷ কারণ আপাতত জন্মদিনে প্যারিসে রয়েছেন তিনি ৷ শিল্পের পিঠস্থানে জন্মদিন কাটানোর থেকে সুন্দর আর কীই বা হতে পারে ৷ অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন বেশকিছু ছবি এবং ভিডিয়ো ৷ ছবিতে কখনও তাঁকে দেখা গিয়েছে আইফেল টাওয়ারের সামনে ৷ কখনও আবার যাদবপুরের তৃণমূল সাংসদকে দেখা গিয়েছে ভুবনমোহিনী এই শহরের রাস্তায় (Mimi Chakraborty roaming in Paris)৷
34 বছরের পা দিলেন অভিনেত্রী-সাংসদ ৷ বয়স বাড়ছে, তবে সেই দুঃখ আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে পুরো উসুল করে নিলেন নায়িকা ৷ জন্মদিনে সবারই কিছু না কিছু বিশেষ পরিকল্পনা থাকে ৷ আর এই বাঙালি নায়িকা ঠিক জন্মদিনের আগের সন্ধ্যায় নিজেকে সাজালেন রং বেরংয়ের পোশাকে । গোলাপি ট্রাউজার, কালো টপ আর তার ওপর ঝলমলে পশম । ঠিক যেন তিনি উঠে এলেন কোনও স্বপ্নের রাজ্য থেকে ।
ভিডিয়ো পোস্ট করে মিমি লিখলেন, ' আজ জন্মদিনের সন্ধ্যা।' ইন্ডাস্ট্রির অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে । ঠিক যেমন অনিন্দ্য চট্টোপাধ্য়ায় পোস্ট করেছেন একটি সুন্দর জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো । এছাড়া পার্নো মিত্র, তৃণা সাহা-সহ আরও অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় নায়িকা ও বন্ধুকে ।
মিমি চক্রবর্তীর কেরিয়ার শুরু হয়েছিল ছোট পর্দায় । ঋতুপর্ণ ঘোষের ধারাবাহিক 'গানের ওপারে' দিয়ে শুরু হয় যাত্রা ।সেখানে তিনি জুটি বেঁধেছিলেন সব্যসাচী পুত্র অর্জুন চক্রবর্তীর সঙ্গে । এরপর প্রথম বড় পর্দায় আগমন 2012 সালে । ছবির নাম ছিল 'বাপি বাড়ি যা' । তারপর নিজেকে নানা ভাবে ভেঙেছেন মিমি । পা রেখেছেন রাজনীতিতেও । সেখানেও তিনি পর্দার মতোই সফল । তরুণ মুখ হিসাবে তিনি যথেষ্ট জনপ্রিয় । আবার চালিয়ে যাচ্ছেন অভিনয়ও । শেষ তাঁকে দেখা গিয়েছে 'খেলা যখন' ছবিতে । তাই মিমির ক্ষেত্রে বাংলার একটা প্রবাদ একেবারে আদর্শ 'যে রাঁধে সে চুলও বাঁধে' ।
আরও পড়ুন:ডান্স বাংলা ডান্স এর প্রথম পর্বের শুটিং শেষ কী বললেন মহাগুরু