কলকাতা, 2 মার্চ: এবার শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এর আগে অন্য ছবিতে একসঙ্গে কাজ করলেও কখনও জুটি বেঁধে কাজ করেননি মিমি এবং আবির। এই প্রথমবার জুটি বেঁধে কাজ করবেন দু'জনে (First Time in Shiboprosad-Nanditas Film)। শ্যুটিং শুরু হবে এই মাসেই। ছবির নাম এখনও ঠিক না-হলেও পুজোতেই আসছে উইন্ডোজের তরফে নতুন বাংলা ছবি।
এর আগে নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'পোস্ত' ছবিতে অভিনয় করেছিলেন মিমি। এই ছবির হিন্দি রিমেকেও রয়েছেন মিমি। মুক্তির অপেক্ষায় সেই ছবি। অন্যদিকে মে মাসেই মুক্তি পেতে চলেছে আবির, ঋতাভরী অভিনীত 'ফাটাফাটি'। সুতরাং এবছর আবির এই প্রযোজনা সংস্থায় পরপর দু'টি ছবিতে অভিনয় করতে চলেছেন ৷ এই ছবি নিয়ে মিমি এবং আবির দু'জনেই বলেন, "এই মুহূর্তে ছবির নাম, আমাদের চরিত্র কোনওকিছু নিয়েই কিছু বলব না। তবে, একটা দারুণ ছবি এই পুজোতে দর্শক উপহার পাবে এটুকু বলতে পারি। আগে আমরা একসঙ্গে কাজ করলেও জুটিতে এই প্রথমবার কাজ করলাম আমরা। তবে হ্যাঁ একটা আন্তর্জাতিক মানের গল্প উপহার দিতে চলেছি। এটুকুই বলতে পারি।"