পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mimi-Abir New Film: পুজোয় প্রথমবার আসছে শিবু-নন্দিতার ছবি, জুটি বাঁধছেন মিমি ও আবির - জুটি বাঁধছেন মিমি ও আবির

বরাবরই গরমের ছুটিতে সিনেমা রিলিজ করে থাকেন শিবপ্রসাদ-নন্দিতা ৷ এবার পুজোতে নিয়ে আসছেন নতুন সিনেমা ৷ জুটিও একেবারে নতুন ৷ প্রথমবার একে-অপরের বিপরীতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা ৷ ছবি নিয়ে কী কথা জানালেন তাঁরা (Mimi Chakraborty and Abir Chatterjee)?

Mimi-Abir New Film
শিবু নন্দিতার ছবিতে জুটি বাঁধছেন মিমি ও আবির

By

Published : Mar 2, 2023, 10:51 PM IST

কলকাতা, 2 মার্চ: এবার শিবপ্রসাদ-নন্দিতার ছবিতে জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এর আগে অন্য ছবিতে একসঙ্গে কাজ করলেও কখনও জুটি বেঁধে কাজ করেননি মিমি এবং আবির। এই প্রথমবার জুটি বেঁধে কাজ করবেন দু'জনে (First Time in Shiboprosad-Nanditas Film)। শ্যুটিং শুরু হবে এই মাসেই। ছবির নাম এখনও ঠিক না-হলেও পুজোতেই আসছে উইন্ডোজের তরফে নতুন বাংলা ছবি।

এর আগে নন্দিতা-শিবপ্রসাদ জুটির 'পোস্ত' ছবিতে অভিনয় করেছিলেন মিমি। এই ছবির হিন্দি রিমেকেও রয়েছেন মিমি। মুক্তির অপেক্ষায় সেই ছবি। অন্যদিকে মে মাসেই মুক্তি পেতে চলেছে আবির, ঋতাভরী অভিনীত 'ফাটাফাটি'। সুতরাং এবছর আবির এই প্রযোজনা সংস্থায় পরপর দু'টি ছবিতে অভিনয় করতে চলেছেন ৷ এই ছবি নিয়ে মিমি এবং আবির দু'জনেই বলেন, "এই মুহূর্তে ছবির নাম, আমাদের চরিত্র কোনওকিছু নিয়েই কিছু বলব না। তবে, একটা দারুণ ছবি এই পুজোতে দর্শক উপহার পাবে এটুকু বলতে পারি। আগে আমরা একসঙ্গে কাজ করলেও জুটিতে এই প্রথমবার কাজ করলাম আমরা। তবে হ্যাঁ একটা আন্তর্জাতিক মানের গল্প উপহার দিতে চলেছি। এটুকুই বলতে পারি।"

আরও পড়ুন:'হামি 2'-এর তিন খুদেকে হাতে ধরে ঘুড়ি ওড়ানো শেখালেন শিবপ্রসাদ

অন্যদিকে বরাবরই গরমের ছুটিতে সিনেমা রিলিজ করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এই প্রথমবার তাঁরা পুজোতে রিলিজ করছেন কোনও সিনেমা। এই ছবির সঙ্গে নাকি দুর্গাপুজোর একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তাই পুজোকে বাদ দিয়ে এই ছবির রিলিজ অসম্ভব। সেইসঙ্গে আবির এবং মিমিকে একসঙ্গে পাওয়া অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে দর্শকরা। আর নতুন জুটিও পাচ্ছে টলিউড। তাই পুজোতেই ছবি রিলিজের সিদ্ধান্ত নিয়েছে পরিচালক জুটি। এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। বেশিরভাগ শ্যুটিং হবে কলকাতার বাইরে যেমন বোলপুর, বানতলা এবং ধূলাগড়ে। কলকাতাতে সামান্য অংশের শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। আগামী 15 মার্চ থেকে শুরু হবে শ্যুটিং ৷

ABOUT THE AUTHOR

...view details