পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Milind Soman: মিলিন্দের কণ্ঠে অমরসঙ্গী'র 'চিরদিনই তুমি যে আমার' - Milind Soman Loves Bengali Song

মিলিন্দ সোমান তাঁর নতুন ছবি লকড়বগ্গার প্রচারে সম্প্রতি এসেছিলেন কলকাতায় ৷ আর সেখানেই তাঁর কণ্ঠে শোনা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত অমরসঙ্গী ছবির বিখ্যাত সেই গান চিরদিনই তুমি যে আমার ৷ জানা গেল বাংলার খাবারের প্রতি ভালোবাসার কথা (Milind Soman Loves Bengali Song Chirodini Tumi Je Aamar ) ৷

Etv Bharat
মিলিন্দের কণ্ঠে 'অমরসঙ্গী'র 'চিরদিনই তুমি যে আমার'

By

Published : Jan 11, 2023, 8:53 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: 13 জানুয়ারি মুক্তি পেতে চলেছে ভিক্টর মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি 'লকড়বগ্গা'। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা মিলিন্দ সোমান। কলকাতা কেন্দ্রিক এই ছবিটি দেখানো হয় 28তম কলকাতা চলচ্চিত্র উৎসবে । এরপর 10 জানুয়ারি ছবিতে ব্যবহৃত রবীন্দ্র সঙ্গীত 'পুরানো সেই দিনের কথা' মুক্তি পেল রবি ঠাকুরের তিলোত্তমায় ।

গান প্রকাশের অনুষ্ঠানে শহরে হাজির ছিলেন মিলিন্দ সোমান । ঝরঝরে বাংলা বলেন তিনি । ভালোবাসেন বাংলাকে । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে অভিনেতা জানান, ঋতুপর্ণ ঘোষের কাছ থেকে প্রায় পনেরো বছর আগে একটি ছবিতে কাজ করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে । কিন্তু কাজটা শেষ পর্যন্ত আর হয়নি । এটা বড় আফশোসের জায়গা অভিনেতার কাছে, নিজেই জানালেন সেই কথা ।

তবে, ভবিষ্যতে বাংলা ছবিতে কাজ করতে চান মিলিন্দ । কোনও পরিচালকের কাছ থেকে প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি । বাংলার কোন অভিনেতাকে পছন্দ তাঁর ? মিলিন্দের অকপট উত্তর, "আমি শর্মিলা ঠাকুরকে ছাড়া কোনও অভিনেতাকে সেভাবে চিনি না । কিন্তু আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই । এখানে খুব ভালো কাজ হয় । আর এবার 'লকড়বগ্গা'র দৌলতে চিনলাম খরাজ মুখোপাধ্য়ায়কে । কী দুর্দান্ত অভিনেতা ! আমি মুগ্ধ ওঁর অভিনয় দেখে(Milind Soman on Kharaj Mukherjee)।"

মিলিন্দ সোমান তাঁর নতুন ছবি লকড়বগ্গার প্রচারের জন্য সম্প্রতি এসেছিলেন কলকাতায়

আরও পড়ুন:'ঘুম থেকে উঠেই নাতু নাতু গানে নেচে জয় সেলিব্রেট করছি', রাজামৌলিকে লিখলেন কিং খান

এদিন মিলিন্দ গুনগুন করে গেয়ে ওঠেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'অমরসঙ্গী' ছবির বিখ্যাত সেই গান 'চিরদিনই তুমি যে আমার...'(Milind Soman Sings Bengali Song Chirodini Tumi Je Aamar)। কীভাবে শিখলেন তিনি এই গান ? অভিনেতা বলেন, "সালটা 1984। সম্ভবত তখন মুক্তি পায় ছবিটা। কলকাতায় একটা সুইমিং ক্যাম্পে আমি এসেছিলাম । তখন সব সুইমাররা দেখলাম ওই গানটা গাইছে । ওদের কাছ থেকে গানটা শিখেছিলাম আমি। কী সুন্দর সুর গানটার।" প্রসঙ্গত, বাংলার খাবারও তাঁর বিশেষ পছন্দের । সেখানে পছন্দের তালিকায় রয়েছে রুই, কাতলা, চিংড়ি, ভেটকি । সর্বোপরি বাংলার মানুষের আতিথেয়তা তাঁকে মুগ্ধ করে বলে জানান মিলিন্দ ।

ABOUT THE AUTHOR

...view details