মুম্বই, 13 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসার পঞ্চমুখ পঞ্জাবি গায়ক মিকা সিং ৷ বুধবার কাতারের দোহা বিমানবন্দর থেকে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন । ভিডিয়োতে গায়ক বলেছেন যে, তিনি বিলাসবহুল লুই ভিটন আউটলেটে কেনাকাটা করার সময় ভারতীয় মুদ্রা ব্যবহার করেছেন । এই তথ্য জানিয়ে মিকা সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিবাদন জানিয়েছেন ৷ ভারতীয় মুদ্রাকে 'আন্তর্জাতিক' করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন গায়ক ।
মিকা সিং তাঁর সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ তার ক্যাপশনে লেখা আছে, "শুভ সকাল, দোহা বিমানবন্দরের লুই ভিটন স্টোরে কেনাকাটা করার সময় ভারতীয় টাকা ব্যবহার করতে পেরে আমি খুব গর্বিত বোধ করেছি । যে কোনও রেস্তোরাঁয় আপনি টাকা ব্যবহার করতে পারেন । এটা আশ্চর্যজনক না ? ডলারের মতো টাকা ব্যবহার করতে পারার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ লক্ষ কুর্নিশ ।"
মিকা সিংয়ের এই ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে বলিউড অভিনেতা বিন্দু সিং লিখেছেন, "ওয়াহ ভাই শানদার"'। একইসঙ্গে আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, "ভারতীয় মুদ্রা শক্তিশালী হচ্ছে"। আরেকজন লিখেছেন, "নতুন ভারতের শক্তি"। অন্যান্য ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় পোস্টটি পছন্দ করে তাকে ভালোবাসার ইমোজির বন্যায় বানভাসি করেছেন ৷