পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

54th IFFI: সত্যজিৎ রায় উৎকর্ষ সম্মান পাচ্ছেন হলিউড তারকা মাইকেল ডগলাস - মাইকেল ডগলাস

ভারতের 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে 20 নভেম্বর ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷ দেশ-বিদেশ থেকে একাধিত তারকা, পরিচালক উপস্থিত হন এই উৎসবে ৷ হলিউড তারকা মাইকেল ডগলাস তার স্ত্রী ক্যাথরিন জেটা-জোনসের সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

Etv Bharat
গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 5:26 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: গোয়ায় শুরু হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ 20 নভেম্বর থেকে শুরু এই সিনেযাত্রা ৷ চলবে 28 নভেম্বর পর্যন্ত ৷ ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে রয়েছে ৷ একদিকে যেমন একাধিক নতুন ছবি ঠাঁই পেয়েছে এই চলচ্চিত্র উৎসবে, তেমনই হলিউড অভিনেতা মাইকেল ডগলাসকে সারাজীবনের স্বীকৃতি স্বরূপ সম্মানিত করা হবে সত্যজিৎ রায় এক্সেলেন্স সম্মানে ৷

বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজগুলিকে উৎসবে 'গালা প্রিমিয়ার'-এর একটি অংশ হিসাবে দেখানো হবে ৷ সিনে তারকা এবং জনসাধারণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্যই চলচ্চিত্র উৎসবকে এইভাবে সাজানো হচ্ছে বলে জানা গিয়েছে ৷ সলমন খানের 'ফ্যারি' (যেখানে তাঁর ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রী অভিনয় করেছেন) ছবির পাশাপাশি আরও অনেক ছবি প্রদর্শিত হতে চলেছে 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ গোয়ায় আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে পঙ্কজ ত্রিপাঠির 'কড়ক সিং' এবং 'গান্ধি টকস'-এর ৷ এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলেছেন এ আর রহমান ৷ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অরবিন্দ স্বামী এবং অদিতি রাও হায়দারি।

এই চলচ্চিত্র উৎসবে একাধিক ভালো ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা ৷ অনিরূদ্ধ রায়চৌধুরীর 'কড়ক সিং' যার মধ্যে অন্যতম ৷ এই ছবির প্রেক্ষাপট পুলিশ অফিসার একে শ্রীবাস্তবের জীবনী ঘিরে ৷ যিনি অ্যামনেশিয়ায় আক্রান্ত হলেও চিটফান্ড স্ক্যামের রহস্য সমাধান করতে পারেন ৷ ফলে এই ছবি দর্শকদের মন কাড়বে আশা করাই যায় ৷ অন্যদিকে, তালিকায় রয়েছে কিশোর পাদুরাঙ্গ বেলেকরের 'গান্ধি টকস', মিলন্দ রাউয়ের 'দ্য ভিলেজ'-এর মতো ছবি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্রপ্রেমীরা ৷

এছাড়াও 'ডিয়ার জস্সি', 'হারি ওম হারি', 'রৌতু কি বেলি', 'দিল হ্যায় গ্রে', 'গ্রে গেমস' দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ চলচ্চিত্র উৎসবের শেষ দিন হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ডগলাসকে সত্যজিৎ রায় এক্সেলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে ৷ শোনা গিয়েছে, অভিনেতা মাইকেল আসতে পারেন হায়দরাবাদে ৷ দক্ষিণী অভিনেতাদের সঙ্গে দেখা করতে এবং এখানকার সিনেমা সম্পর্কে আরও বেশি জানতে ৷

ABOUT THE AUTHOR

...view details