পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka at Met Gala 2023: মেট গালার রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা, সঙ্গী নিক - প্রিয়াঙ্কা চোপড়া

মেট গালা 2017-এ প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের একসঙ্গে প্রবেশ ইভেন্টে আলোড়ন সৃষ্টি করেছিল ৷ আর এ বার কালো ভ্যালেন্টিনো পোশাকে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই জুটি ৷

Priyanka at Met Gala 2023
প্রিয়াঙ্কা-নিক

By

Published : May 2, 2023, 1:01 PM IST

ওয়াশিংটন, 2 মে:হাবি নিক জোনাসের সঙ্গে মেট গালা 2023-এর রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা চোপড়া । কালো ভ্যালেন্টিনো পোশাকে সবাইকে তাক লাগিয়ে দেন এই পাওয়ার কাপল ৷ রিগাল বেল স্লিভের থাই-স্লিট কালো অফ-শোল্ডার গাউনে মোহময়ী দেখাচ্ছিল দেশি গার্লকে ৷ তাঁর পোশাকের হাতার সঙ্গে মিলিয়ে সাদা গ্লাভস পরেছিলেন তিনি ৷ আর কালো চামড়ার জ্যাকেটে প্রিয়াঙ্কার পাশে দারুণ মানিয়েছিল নিক জোনাসকে । প্রিয়াঙ্কা একটি 11 ক্যারেটের হিরের নেকলেসও পরেছিলেন । অভিনেত্রীর হেয়ার স্টাইল ছিল সাদামাটা ৷ সাইড পার্টিং-এ খোঁপা বেঁধেছিলেন তিনি ৷

2017 সালে মেট গালায় আত্মপ্রকাশ করেন প্রিয়াঙ্কা । রালফ লরেন ট্রেঞ্চ কোট ড্রেস পরে এ দিন সবার মাথা ঘুরিয়ে দিয়েছেন বলিউডের এই আইকন । নিক জোনাসের সঙ্গে তাঁর অন্তর্ভুক্তি উপস্থিত সবার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল ৷ তবে তাঁর ট্রেঞ্চ কোট ড্রেসের বর্ধিত ট্রেইন নজর কেড়েছে ফ্যাশন বিশ্বের ৷

মেট গালায় নিক-প্রিয়াঙ্কা

2018 সালে প্রিয়াঙ্কা চোপড়া একটি গাঢ় রুবি-লাল মখমলের গাউনের সঙ্গে "হেভেনলি বডিস: ফ্যাশন এবং ক্যাথোলিক ইম্যাজিনেশন" থিমকে নিখুঁতভাবে মূর্ত করেছেন । 2019 সালেও প্রিয়াঙ্কার মেট গালা লুক সবাইকে স্তব্ধ করে দেয় ৷ সে বার ডিওর গাউনটি তিনি পরেছিলেন থিমের কথা মাথায় রেখেই ৷ সে বারের থিম ছিল, 1964 সালের সুসান সন্টাগের নোটস অন ক্যাম্পকে শ্রদ্ধা জানানো ৷

'ফ্যাশনের সবচেয়ে বড় নাইট আউট' হিসাবে উল্লেখ করা হয় মেট গালাকে ৷ এটি হল নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর জন্য একটি তহবিল সংগ্রহের ব্যবস্থা ৷ ইভেন্টটি তারকা, তরুণ সৃজনশীল শিল্পীকে স্বাগত জানায় ৷ বার্ষিক তহবিল সংগ্রহ 1948 সালে শুরু হয়েছিল ।

মেট গালায় প্রিয়াঙ্কা

মেট গালার এই বছরের থিম হল, "কার্ল লেজারফেল্ড: আ লাইন অফ বিউটি"৷ নতুন কস্টিউম ইনস্টিটিউট এক্সিবিশনের উপর ভিত্তি করে আইকনিক ডিজাইনারের কাজ অন্বেষণ করা হয় এই ইভেন্টে । লেজারফেল্ডের মৃত্যু হয় 2019 সালে, 85 বছর বয়সে ৷ তাঁর নিজের নামে ছাড়াও বালমেইন, পাতু, ক্লো, ফেন্ডি এবং চ্যানেলের জন্য পোশাক তৈরি করতে কয়েক দশক ব্যয় করেছেন তিনি ।

আরও পড়ুন:ঠিক যেন শ্বেতপরী, মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশে মুগ্ধ করলেন আলিয়া!

ABOUT THE AUTHOR

...view details