হায়দরাবাদ, 3 মে: মেট গালার রেড কার্পেটে তিনি না থেকেও রয়ে গেলেন ৷ আন্তর্জাতিক মঞ্চে বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে মনে করলেন পাপারাৎজিরা, তাও আবার ভুল করে ৷ আলিয়া ভাটের প্রথম মেটা গালা আবির্ভাবে ভুল করে গণ্ডগোল পাকালেন নিউইয়র্কের পাপারাৎজিদের ৷ রণবীর-পত্নীকে তাঁরা ভুল করে সম্বোধন করলেন ঐশ্বর্য হিসেবে ৷ ভিডিয়ো ভাইরাল ৷
সোমবার প্রথমবার মেট গালা ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন 'গঙ্গুবাই' আলিয়া ভাট ৷ সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মেট গালার লাল গালিচায় আত্মপ্রকাশ হয় তাঁর ৷ প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর বি-টাউনের তৃতীয় সদস্যা হিসাবে মেট গালায় ঝলক দেখালেন আলিয়া ৷
সাদা ফ্লোয়ি গাউনের উপরে সাদা মুক্তর কাজ, ম্যাচিং গ্লাভস, কানে হিরের দুল, আঙুলে হিরের আংটি ৷ পরিপাটি করে বাঁধা চুল ৷ ক্যামেরার সামনে আসতেই জ্বলে ওঠে ফ্ল্যাশ ৷ আলিয়াকে লেন্সবন্দী করতে পাপারাৎজিরাও ডাকতে থাকেন তাঁকে ৷
আরও পড়ুন:লাল গালিচায় চর্চায় প্রিয়াঙ্কা হিরের নেকলেস, দাম জানেন ?
আর বিপত্তিটা ঘটে সেখানেই ৷ আলিয়া ভাটকে পাপারাৎজিরা গুলিয়ে ফেলেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে ৷ লাল গালিচায় যখন রণবীর-পত্নী পোজ দিতে ব্যস্ত, সেই সময় বেশ কিছু পাপারাৎজি তাঁকে 'ঐশ্বর্য' বলে সম্বোধন করেন ৷ তাঁকে ক্যামেরার সামনে পোজ দিতে বলেন ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি ৷ যদিও আলিয়াকে দেখা গিয়েছে, সব ক্যামেরার দিকেই হাসিমুখে পোজ দিতে ৷
ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, " আইডেন্টিটি মিসটেকেন ৷ পাশ্চাত্যের মিডিয়া আলিয়া ভাটকে ঐশ্বর্য ভেবে ভুল করেছে ৷ ঐশ্বর্য রাই বচ্চন সবসময় বিখ্যাত ৷" কমেন্ট সেকশনেও নেটিজেনরা একাধিক মন্তব্য করেছেন ৷ কেউ লিখেছেন, "পাপারাৎজিরা সব জায়গাতেই সমান ৷" কেউ আবার লিখেছেন, "আমেরিকান প্যাপসরা বদলা নিচ্ছে ৷"
প্রসঙ্গত, হলিউড স্টার টম হল্যান্ড এবং জেন্ডায়া ভারতে এসেছিলেন নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ৷ সেখানে ভারতীয় পাপারাৎজিরা টম হল্যান্ড ও জেন্ডায়ার নাম ভুল ভাবে উচ্চারণ করেছিলেন ৷ অনেকে আবার টম-কে মাকরি ম্যান, স্পাইডার ম্য়ান বলেও অভিবাদন করেছিলেন ৷