নিউইয়র্ক, 3 মে :1962 সালে মার্কিন প্রেসিডেন্ট কেনেডির জন্মদিনে ঝলমলে পোশাক পরে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন খ্যাতনামা অভিনেত্রী মেরিলিন মনরো ৷ অনুষ্ঠানে তাঁর গানের সঙ্গে সঙ্গে তাঁর এই পিঠ খোলা পোশাকটিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ এবার সেই পোশাক মিউজিয়াম থেকে বার করে তা গায়ে চাপিয়ে মেট গালায় উপস্থিত হলেন টিভি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian in Marilyn Monroe dress ) ৷ ওরল্যান্ডো মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল এই পোশাকটি ৷
2016 সালে ভারতীয় মুদ্রায় এই পোশাকটির দাম দেওয়া হয়েছিল 36.8 কোটি টাকা ৷ যা কিনে নেয় এই আমেরিকান মিউজিয়াম ৷ 23 এপ্রিল যখন কার্দাশিয়ান তাঁর প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে এই মিউজিয়াম ভিজিট করেন, তখনই অনেকে জল্পনা শুরু করেছিলেন যে ,হয়ত এই পোশাকটি পরেই গালায় আসতে পারেন কিম ৷ যদিও এ নিয়ে তেমন কিছুই প্রকাশ্যে আসেনি ৷ অবশেষে এদিন মেট গালায় এই ঐতিহাসিক পোশাকে হাজির হন এই টিভি তারকা ৷