পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Merry Christmas: বক্স অফিসে শাহরুখ-প্রভাসের সঙ্গে লড়াই থেকে পিছু হটল 'মেরি ক্রিসমাস', ঘোষিত নতুন তারিখ - সালার

ক্রিসমাসে মুক্তি পাচ্ছে না শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিসমাস' ৷ সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল ছবি মুক্তির নতুন তারিখ ৷

Etv Bharat
'মেরি ক্রিসমাস' ছবির নতুন পোস্টার

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 3:22 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: ক্রিসমাসে বিগ বাজেটের বিগ ছবির প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল ছবি 'মেরি ক্রিসমাস' ৷ ক্রিসমাসের আবহে যে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ ও প্রভাসের দাপটে পিছনে সরলেন বিজয় সেতুপতি-ক্যাটরিনা ৷ প্রকাশ্যে এসেছে ছবি মুক্তির নতুন তারিখ ৷

শ্রীরাম রাঘবন পরিচালিত 'মেরি ক্রিসমাস' ছবি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ শুরু থেকেই রয়েছে চরমে ৷ বিজয় সেতুপতির সঙ্গে গ্ল্যামার কুইন ক্যাটরিনার অনস্ক্রিন জুটি দেখার অপেক্ষা অনেকদিন থেকেই ৷ কিন্তু বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এল অন্য খবর ৷ ক্রিসমাসে মুক্তি পাচ্ছে না এই ছবি ৷ বরং তা পিছিয়ে গিয়ে আগামী বছর মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ৷

সোশাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে জানানো হয়েছে, "প্রতীক্ষার অবসান হতে চলেছে ৷ মেরি ক্রিসমাস আপনাদের শীতকাল আরও ম্যারিয়ার করে তুলবে 12 জানুয়ারি, 2024 ৷" প্রথমে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর, 8 ডিসেম্বর ৷ পোস্টার শেয়ার করে জানানো হয়েছিল ক্রিসমাস এগিয়ে আসছে এই বছর ৷ কারণ মুক্তি পেতে চলেছে 'মেরি ক্রিসমাস' ৷

সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, বড়দিনে বক্সঅফিস ধরতে ইতিমধ্যেই মুখোমুখি ময়দানে নেমেছেন শাহরুখ খান-প্রভাস ৷ বড়দিনের আবহে মুক্তি পাচ্ছে প্রশান্ত নীল পরিচালিত প্রভাস অভিনীত 'সালার: পার্ট 1 সিজফায়ার' ও রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি' ৷ ফলে, দুটি বড় ছবি মুক্তি পাওয়ায় মার খেতে পারে বিজয়-ক্যাটরিনার মেরি ক্রিসমাস-এর ব্যবসা ৷ তাই পিছিয়ে গেল ছবি মুক্তির তারিখ ৷

প্রসঙ্গত, বিয়ের পর ক্যাটরিনা কাইফের এটি তৃতীয় ছবি যা মুক্তির অপেক্ষায় ৷ এর আগে 2022 সালে মুক্তি পেয়েছিল 'ফোন ভূত', যা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে ৷ চলতি বছর মুক্তি পেয়েছে 'টাইগার 3', যা বক্সঅফিসে চারদিনেই 150 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ এবার মুক্তি পাবে 'মেরি ক্রিসমাস' ৷ অন্যদিকে, বিজয়ের শেষ ছবি 'জওয়ান' ৷ যেখানে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷

আরও পড়ুন:

1.অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার

2. ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে এপার বাংলার সিরিজ, নেপথ্যে কুণাল ঘোষ

3.করণ-কিং খানের দীপাবলি উদযাপন, ছবি ভাইরাল সোশালে

ABOUT THE AUTHOR

...view details