পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Meghla poster: মিথিলার জন্মদিনে প্রকাশ্যে 'মেঘলা'র পোস্টার, শুভেচ্ছা অনুরাগীদের - রাফিয়াত রশিদ মিথিলা

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর আগামী ছবির পোস্টার । পরিচালক অর্ণব মিদ্যার হাত ধরে মুক্তি পেয়েছে নতুন ছবি 'মেঘলা' ছবির পোস্টার ।

Meghla poster
প্রকাশ্যে 'মেঘলা'র পোস্টার

By

Published : May 25, 2023, 12:21 PM IST

কলকাতা, 25 মে: পরিচালক অর্ণব মিদ্যার হাত ধরে বড় পর্দায় আসছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত বাংলা ছবি 'মেঘলা'। ইতিমধ্যেই মেঘনার জার্নি নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। অন্যরূপে সৃজিত-ঘরণীকে দেখার অপেক্ষায় অনুগামীরা । 25 মে মিথিলার শুভ জন্মদিন । আর এই দিনেই 'মেঘলা' ছবির পোস্টার অনুরাগীদের সামনে হাজির করেছেন পরিচালক অর্ণব মিদ্যা।

ওপার বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জন্মদিন বৃহস্পতিবার। শুধু ওপার বাংলায় নয়, এপার বাংলাতেও একের পর এক কাজ করে চলেছেন তিনি। সংখ্যা অগণিত না হলেও বলার মতো কাজও আছে। পরিচালক অর্ণব মিদ্যার ছবি 'মেঘলা'তে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। অভিনেত্রীর জন্মদিনেই ছবির টিজার পোস্টার নিয়ে হাজির হলেন পরিচালক। সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও ।

'মেঘলা' ছবিতে উঠে এসেছে একটি মেয়ের লড়াই। মেঘলা একজন নিরীহ, শান্ত মেয়ে যার সুন্দর গোছানো জীবনে এক মুহূর্তে হঠাৎ বিপর্যয় নেমে আসে। একটার পর একটা দুর্ঘটনায় তাঁর জীবন হয়ে ওঠে বেসামাল এবং এলোমেলো। তাঁর চারপাশের পরিস্থিতি তাঁকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই অবস্থায় শুরু হয় তার অন্ধকার থেকে আলোর অভিমুখে ফেরার লড়াই। মেঘলা কি আদৌ পারবে আলোয় ফিরতে? পারবে কি দুর্যোগের মেঘ কাটিয়ে আলোর মুখ দেখতে? উত্তর আছে ছবিটিতে।

প্রকাশ্যে পোস্টার আনা নিয়ে পরিচালক বলেন, "এই পোস্টারে তিনটে জিনিস তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, পাহাড়ের বাঁকে আটকে রয়েছে মেঘলার জীবন। দ্বিতীয়ত, তাঁর জীবনের আকাশে দুর্যোগের কালো মেঘের ঘনঘটা। তৃতীয়ত, সে গর্ভবতী, পাহাড়ের খাদের ফাঁক থেকে উঁকি দেওয়া সূর্যের আলো তা ইঙ্গিত করছে।"

আরও পড়ুন: জামাইষষ্ঠীর ভূরিভোজে মেতে উঠেছেন নব্য বিবাহিত টলি-তারকারা

ছবির গল্পের দিকে তাকালে জানা যায়, পাহাড়ে বেড়াতে গিয়ে ছবির নায়িকা মেঘলার স্বামী আবির হারিয়ে যায়। মৃত্য, অপহরণ না অন্য কোনও রহস্য, তাঁ খুজতে বেরোবেন নায়িকা। মিথিলা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমূখ। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় অর্ণব মিদ্যা। ছবির সুরকার রনজয় ভট্টাচার্য, চিত্রগ্রহণে ইন্দ্রনাথ মারিক। সম্পাদনায় অনির্বাণ মাইতি।

ABOUT THE AUTHOR

...view details