লস অ্যাঞ্জেলেস, 11 মার্চ: অস্কার হল সবচেয়ে আলোচিত অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম । বছরের পর বছর ধরে চলা হলিউডের এই অ্যাওয়ার্ড শো ঘিরে বিতর্কও কম হয়নি ৷ 13 মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের 95তম সংস্করণের আগে আসুন অস্কারের সর্বকালের সবচেয়ে বড় বিতর্কিত মুহূর্তগুলিকে ফিরে দেখি (Biggest Oscar Controversies)৷
উইল স্মিথকে চড় মারার ঘটনা
গত বছরের অস্কারের (Oscar 2023) কথা কেউ ভুলতে পারবে না (Will Smith's slap)। 2022 সালে অস্কারের মঞ্চে কমেডিয়ান ক্রিস রককে চড় মেরে সবাইকে চমকে দিয়েছিলেন উইল স্মিথ । রক যখন সেরা ডকুমেন্টারি ফিচার ক্যাটাগরির পুরস্কার উপস্থাপন করছিলেন তখন তাঁকে আচমকা চড় মারেন স্মিথ ৷ রক উইল স্মিথের স্ত্রী জাদা পিঙ্কেট স্মিথের টাক মাথা নিয়ে বিতর্কিত রসিকতা করায় তা মেনে নিতে পারেননি স্মিথ ৷ অ্যালোপেসিয়ায় আক্রান্ত হওয়ার কারণেই মাথায় চুল নেই জাদার ৷
উইল স্মিথকে চড় মারার ঘটনা তাঁর এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা হওয়ার পর স্মিথ 1 এপ্রিল অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন ৷ একটি বিবৃতিতে তিনি লিখেছিলেন, "আমি অ্যাকাডেমির বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি । আমি অন্যান্য মনোনীত এবং বিজয়ীদের তাঁদের অসাধারণ কাজের জন্য উদযাপন ও উদযাপন করার সুযোগ থেকে বঞ্চিত করেছি । আমার খুব মন খারাপ ৷" অ্যাকাডেমি স্মিথকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেছে ।
অনভলাপ-গেট
2017 সালে অস্কারের একটি মর্মান্তিক সমাপ্তি ঘটে যখন উপস্থাপক ওয়ারেন বিটি এবং ফায়ে ডুনাওয়ে সম্প্রচারের শেষে ঘোষণা করেন যে লা লা ল্যান্ড হল সে বছরের সেরা ছবির বিজয়ী । বাস্তবে মুনলাইট সেই বছর সেরা ছবির পুরস্কার জিতেছিল এবং উপস্থাপকদের ভুলবশত সেরা অভিনেত্রীর (লা লা ল্যান্ডের এমা স্টোন) বিজয়ীর জন্য যে খাম তা প্রকাশ করা হয়েছিল । লাইভেই ভুলের ব্যাখ্যা দেওয়া হয় এবং মুনলাইট টিম শীঘ্রই মঞ্চে চলে যায় ও লা লা ল্যান্ডের প্রযোজক জর্ডান হোরোভিটজ তাদের পুরস্কারটি তুলে দেন প্রকৃত বিজেতা মুনলাইট টিমের হাতে ।
মারলন ব্র্যান্ডোর পুরস্কার প্রত্যাখ্যান
মারলন ব্রান্ডো 1973 সালের মার্চের অস্কার বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন (Marlon Brando's refusal)৷ যেভাবে নেটিভ আমেরিকানদের অনস্ক্রিনে চিত্রিত করা হয়েছিল এবং সেইসঙ্গে উন্ডেড নি-তে চলমান দখলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি ৷ উন্ডেড নি-তে আমেরিকান ইন্ডিয়ান মুভমেন্টের (এআইএম) 200 সদস্য হাজার হাজার মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল ও অন্যান্য ফেডারেল এজেন্টের বিরুদ্ধে দক্ষিণ ডাকোটা শহরে মুখোমুখি হয়েছিলেন।
মারলন ব্র্যান্ডোর পুরস্কার প্রত্যাখ্যান উপস্থাপক লিভ উলম্যান এবং রজার মুর সেরা অভিনেতার জন্য মনোনীতদের তালিকা পড়ার পরে উলম্যান বিজয়ী হিসাবে ব্র্যান্ডোর নাম ঘোষণা করেন ৷ এরপর টেলিকাস্টের ফোকাস গিয়ে পড়ে লিটলফেদারের উপরে ৷ 26 বছরের লিটলফেদার একটি ঐতিহ্যবাহী অ্যাপাচে পোশাক পরে ডরোথি চ্যান্ডলার প্যাভিলিয়নে তাঁর আসন থেকে উঠে হেঁটে গিয়ে মঞ্চে ওঠেন ৷ ঘোষক জানিয়েছিলেন, "মারলন ব্র্যান্ডো এবং দ্য গডফাদারের হয়ে পুরস্কার নিচ্ছেন মিস সাচিন লিটলফেদার ।"
পুরস্কার প্রত্যাখ্যান লিটলফেদারের লিটলফেদার অবশ্য মঞ্চে পৌঁছনোর সঙ্গে সঙ্গে মুরের দেওয়া পুরস্কার প্রত্যাখ্যান করার জন্য তাঁর ডান হাতটি চেপে ধরেন এবং চ্যান্ডলার শ্রোতাদের ও বাড়িতে বসে দেখা 85 মিলিয়ন দর্শকদের বলেছিলেন যে, ব্র্যান্ডো "খুব দুঃখের সঙ্গে এই খুব পুরস্কারটি গ্রহণ করতে পারছে না ।"
হ্যালি বেরিকে চুম্বন অ্যাড্রিয়েন ব্রডির
হ্যালি বেরিকে চুম্বন অ্যাড্রিয়েন ব্রডির 2003 সালে দ্য পিয়ানিস্ট-এ তাঁর ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার গ্রহণ করার সময় অ্যাড্রিয়েন ব্রডি উপস্থাপক হ্যালি বেরিকে জড়িয়ে ধরেন এবং তাঁকে আবেগের সঙ্গে চুম্বন করেন । ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ-এ 2017-এর একটি উপস্থিতিতে বেরি প্রকাশ করেছিলেন যে, সেই মুহূর্তে তাঁর মাথায় কী চলছিল ৷ তিনি ভাবেন, "এটা কী ঘটছে?"
সমস্ত শ্বেতাঙ্গ মনোনীত, ভাইরল হল #OscarsSoWhite
2015 সালের জানুয়ারি মাসে অস্কারের মনোনয়ন ঘোষণা করা হয়েছিল, যা প্রধানত শ্বেতাঙ্গদের মনোনীত করে । এর ফলে #OscarsSoWhite হ্যাশট্যাগ-সহ এপ্রিল রেইনের সূত্রপাত ঘটায়, যা টুইটারে ভাইরাল হয়েছিল ।
আরও পড়ুন:অস্কারের রেড কার্পেটে চোখ ধাঁধিয়েছেন যে ভারতীয় তারকারা