পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Manushi Chillar: ফের অক্ষয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' অভিনয় করছেন বিশ্বসুন্দরী মানুষী - অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁয় মানুষী

ফের অক্ষয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন মানুষী চিল্লার ৷ এবার 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'য় দেখা যাবে প্রাক্তন বিশ্বসুন্দরীকে ৷

Manushi in Bade Miyan Chote Miyan
বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন মানুষী চিল্লার

By

Published : Jun 8, 2023, 9:38 PM IST

মুম্বই, 8 জুন: আলি আব্বাস জাফরের নতুন ছবি 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-য় একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা এবং দক্ষিণী স্টার পৃথ্বী সুকুমারণ ৷ এই খবর আর কারওরই অজনা নয় ৷ 'সুলতান' এবং 'ভারত'-এর মতো ছবি পরিচালনা দায়িত্ব এর আগে সামলেছেন আলি আব্বাস জাফর ৷ ইতিমধ্য়েই এই ছবিতে অক্ষয় এবং টাইগার লুক কেমন হতে চলেছে তাও সামনে এনেছেন নির্মাতারা ৷ এবার সামনে এল আরও একটি বড় খবর ৷ ছবির অংশ হতে চলেছেন মানুষী চিল্লার ৷ প্রাক্তন বিশ্ব সুন্দরীর আগমন ছবির জন্য় কতটা সৌভাগ্য বয়ে আনবে, তা জানা যাবে সময় এলেই ৷

এর আগে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিতে রাজকুমারী সংযুক্তার ভূমিকায় অভিনয় করেছিলেন মানুষী ৷ সেখানেও তিনি জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে ৷ অর্থাৎ, আরও একবার তিনি স্ক্রিনশেয়ার করবেন 'খিলাড়ি'র সঙ্গে ৷ তবে আগের তুলনায় এই চরিত্রটি একেবারে আলাদা হতে চলেছে ৷ তাঁর প্রথম ছবিটি ব্যর্থ হলেও তাঁর অভিনয় অনেকেরই প্রশংসা কুড়িয়েছিল ৷ আবার অনেক সমালোচক এও জানিয়েছিলেন, আরেকটু স্বতঃস্ফুর্ত অভিনয় মানুষীর থেকে আশা করবেন তাঁরা ৷

এবার 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবিতে তিনি তা করতে পারেন কি না, সেটাই দেখার ৷ খবর অনুযায়ী তাঁকে ছবিতে দেখা যাবে একজন হ্য়াকারের ভূমিকায় ৷ এর আগেও বলিউডে একটি ছবি তৈরি হয়েছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' নামে ৷ 1998 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং গোবিন্দা ৷ যদিও অক্ষয়-টাইগারের এই ছবি সেই ছবির রিমেক নয় ৷

আরও পড়ুন:48 এও মোহময়ী শিল্পা, তাঁর উল্লেখযোগ্য কিছু অভিনয় একনজরে

এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাসু ভগনানি ও দীপশিখা দেশমুখ । মিডিয়া রিপোর্ট বলছে প্রায় 300 কোটির বিগ বাজেটে তৈরি হতে চলেছে নতুন 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ৷ ইতিমধ্য়েই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদেই মুক্তি পেতে চলেছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ৷

ABOUT THE AUTHOR

...view details