নয়াদিল্লি, 8 ডিসেম্বর:মাকে হারালেন অভিনেতা মনোজ বাজপেয়ী ৷ বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে মৃত্য হয় অভিনেতার মা গীতা দেবীর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ গতবছরই বাবাকে হারিয়েছেন অভিনেতা ৷ বেশ কিছুদিন ধরে দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতার মা (Manoj Bajpayee Mother Geeta Devi died )৷
খবর অনুযায়ী, দিল্লির পুষ্পাঞ্জলি মেডিকেল সেন্টার এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গীতা দেবী ৷ প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা চলছিল তাঁর ৷ শ্যুটিংয়ের ফাঁকে হাসপাতালে এসে নিয়মিত মায়ের খোঁজ নিচ্ছিলেন অভিনেতাও ৷ তবে বৃহস্পতিবার শেষ হয়ে গেল সমস্ত লড়াই (Manoj Bajpayee Mother Dies) ৷ গত বছর 3 অক্টোবর বাবা রাধাকান্ত বাজপেয়ীকে হারিয়েছিলেন মনোজ ৷ 83 বছর বয়সে মৃত্যু হয় অভিনেতার বাবার ৷ এবার মা'কেও হারালেন তিনি ৷ স্বাভাবিকভাবেই মায়ের এই চলে যাওয়ায় শোকাহত মনোজ এবং তাঁর পরিবার (Geeta Devi died) ৷