মুম্বই, 10 মে :মনোজ বাজপেয়ী, শর্মিলা ঠাকুর, অমল পালেকর এক পর্দায় ৷ সিনেপ্রেমীদের কাছে এর চেয়ে সুন্দর স্বপ্ন যে কমই আছে তা বলাই বাহুল্য ৷ পরিচালক রাহুল চিট্টেল্লার হাত ধরে পর্দায় আসতে চলেছে 'গুলমোহর' ৷ আর এই ছবিতেই একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার এই তিন কলাকুশলীর ৷ এছাড়া দেখা যাবে 'লাইফ অফ পাই' ছবির স্টার সূরজ শর্মাকেও ৷
মনোজ নিজেই এদিন ইনস্টাগ্রামে ছবির বাত্রা পরিবারের একটি ঝলক সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "বাত্রা পরিবারের সঙ্গে পরিচয় করুন ৷ খুব তাড়াতাড়ি দিন ঘোষণা হতে চলেছে ৷" তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে অগস্টেই পর্দায় আসছে 'গুলমোহর' (Manoj Bajpayee New Film Gulmohar Release Date) ৷