পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aligarh Turns 7: 7 বছর পূর্ণ মনোজ ও রাজকুমারের আলিগড়ের, আবেগী পরিচালক হনসাল মেহতা - Hansal Mehta

7 বছর পূর্ণ (Aligarh Turns 7) করল মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee Film) ও রাজকুমার রাওয়ের ফিল্ম আলিগড় ৷ সেই উপলক্ষে একটি পোস্ট করেছেন পরিচালক হনসাল মেহতা (Hansal Mehta)৷

Manoj Bajpayee Rajkummar Raos Aligarh ETV Bharat
মনোজ ও রাজকুমারের আলিগড়

By

Published : Feb 26, 2023, 11:25 AM IST

মুম্বই, 26 ফেব্রুয়ারি: অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee Film) এবং রাজকুমার রাও-এর ফিল্ম 'আলিগড়' রবিবার 7 বছর পূর্ণ করেছে (Aligarh Turns 7)। এই বিশেষ মুহূর্ত উদযাপনে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পরিচালক হনসল মেহতা (Hansal Mehta)৷ তিনি রাজকুমার রাও মনোজ বাজপেয়ীর ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ৷

এই দিনের উপলক্ষ জানিয়ে পরিচালক হনসাল মেহতা যে পোস্টটি করেছেন তার ক্যাপশনে লেখা রয়েছে, "আলিগড়ের 7 বছর । প্রেম, আকাঙ্ক্ষা এবং একাকীত্বের এই শান্ত ছবি আমার ফিল্মোগ্রাফিতে সর্বদা গর্ব করে থাকবে ।" পরিচালক ছবির দুই কুশীলব মনোজ বাজপেয়ী ও রাজকুমার রাও ছাড়াও এর লেখক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন ডিজাইনার-সহ প্রত্যেকের নাম উল্লেখ তাঁদের কুর্নিশ জানিয়েছেন ৷

তিনি আরও লেখেন যে, মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল-সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি ৷ এই ছবির প্রতি এলজিবিটিকিউ সম্প্রদায়ের অপ্রতিরোধ্য ভালবাসা এবং মদন মোহনের সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠের কথাও বলতে ভোলেননি পরিচালক ৷

হনসাল মেহতা পরিচালিত আলিগড় ছবিটি 2016 সালে মুক্তি পায় এবং সমালোচক ও দর্শকদের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই ছবি । রবিবার হনসাল মেহতা পোস্টারটি শেয়ার করার পরপরই ভক্তরা লাল হৃদয় এবং ফায়ার ইমোটিকন দিয়ে বানভাসি করেছে কমেন্ট সেকশন । একজন ব্যবহারকারী লিখেছেন, "খুব খুব বিশেষ ফিল্ম এবং মিস্টার হনসাল মেহতা অন্যতম সেরা । আমি সবসময় এর অংশ হতে পেরে গর্বিত হব ।" অন্য একজন ব্যবহারকারীর কথায়, "এই ছবি তৈরি করার জন্য আমি আপনাকে সত্যিই ভালোবাসে ফেলেছি ।"

আরও পড়ুন:দ্বিতীয় দিনে আয় বেড়ে প্রায় 3 কোটি টাকা সংগ্রহ অক্ষয়ের সেলফির

এ দিকে, হনসাল পরবর্তী যে ফিল্মের পরিচালনা করছেন, সেখানে অভিনেত্রী কারিনা কাপুর খানকে প্রধান ভূমিকায় দেখা যাবে । ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি ৷ ঠিক হয়নি ছবির নামও ৷ তা ছাড়া অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে 'ক্যাপ্টেন ইন্ডিয়া'ও রয়েছে হনসালের হাতে ।

ABOUT THE AUTHOR

...view details