মুম্বই, 23 এপ্রিল : অভিনেতার 53তম জন্মদিনের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মনোজ বাজপেয়ীর আবৃত্তি করা একটি কবিতা ৷ 2020 সালে মুক্তি পাওয়া এই কবিতাটির রচয়িতা মিলাপ জাভেরি ৷ দুই মিনিটের এই কবিতাটি আল্লা এবং ভগবানের এক কাল্পনিক কথপোকথনের নিরিখে তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ৷
কবিতাটির নাম 'ভগবান অর খুদা'(Manoj Bajpayee Bhagwan Aur Khuda poem) ৷ কবিতাটির মূল ভাববস্তু খানিকটা এই রকম, ভগবান এবং খুদা একে অপরের সঙ্গে আলাপ করছিলেন, মন্দির এবং মসজিদের মাঝামাঝি একটি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন ৷ তাঁরা বলছিলেন, তুমি হাতজোড় করে প্রার্থনা কর বা দোয়া চাও কোনও তফাত নেই ৷ কেউ মন্ত্র পড়েন কেউ নামাজ পড়েন কোনও তফাত নেই ৷ অথচ মানুষের কেন লজ্জা হয় না যখন তাঁরা একে অপরের বুকে বন্দুক ঠেকিয়ে বলেন 'বল তোমার ধর্ম কী ?' ওই বন্দুক থেকে বেরোনো গুলি না ইদ দেখে না হোলি ৷ শুধু রাস্তায় তৈরি হয় নিস্পাপ রক্তের রঙ্গোলি ৷ কবিতাটি বারবার বলে এই তথাকথিত ধর্মীয় হানাহানি থেকে বেরিয়ে আসার কথা ৷
কবিতাটি বর্তমান প্রেক্ষাপটে এভাবে ভাইরাল হওয়ায় খুশি পরিচালক তথা মিলাপ জাভেরিও ৷ তিনি বলেন, "আমি প্রথম 2020 সালে কবিতাটির কথা ভেবেছিলাম ৷ এটা ওই বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল । তখন মহামারি আর অনিশ্চয়তায় দোলাচল চলছিল ৷ আমি মানবতা সম্পর্কে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছিলাম ।"