হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিনীতি চোপড়ার বিয়েতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লি সফরে আপ নেতা রাঘব চাড্ডা বিয়ের আমন্ত্রণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেপ্টেম্বর মাসের শেষেই বিয়ে করছেন বিশিষ্ট অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা। এই বিয়েতে আমন্ত্রিত হলেন বাংলার মুখ্যমন্ত্রী।
শনিবার রাষ্ট্রপতির আমন্ত্রণে জি-20র নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিরোধী নেতা- নেত্রীরা। মূলত এই বৈঠকে যোগ দেওয়ার জন্য শুক্রবারই দিল্লি পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। গিয়ে উঠেছিলেন চাণক্য পুরীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সূত্রের খবর, সেখানেই পৌঁছে যান রাঘব চাড্ডা। ব্যক্তিগতভাবে বিয়ের কার্ড দিয়ে তাঁর এবং পরিণীতির হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
শোনা গিয়েছে, বিশিষ্ট রাজনীতিকের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা অত্যন্ত নিয়ন্ত্রিত তথা হাতে গোনা। সেই সীমিত আমন্ত্রিতদের মধ্যেও থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী। যতদূর জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে উপস্থিতির বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট কথা দেননি। জানা গিয়েছে, অন্যতম চর্চিত এই জুটি চলতি মাসের 24 তারিখ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের আচার অনুষ্ঠান 23 এবং 24 সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাতে অনুষ্ঠিত হবে। তবে, রিসেপশন হবে গুরগাঁও-তে।