পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raghav-Parineeti invited Mamata: রাঘব-পরিণীতির বিয়েতে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায় - জি 20

Parineeti-Raghav Wedding: রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের আমন্ত্রণ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান আপ নেতা ৷

Etv Bharat
রাঘব -পরিণতির বিয়েতে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 5:14 PM IST

Updated : Sep 11, 2023, 12:01 PM IST

হায়দরাবাদ, 10 সেপ্টেম্বর: আপ নেতা রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিনীতি চোপড়ার বিয়েতে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাষ্ট্রপতির আমন্ত্রণে দিল্লি সফরে আপ নেতা রাঘব চাড্ডা বিয়ের আমন্ত্রণ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেপ্টেম্বর মাসের শেষেই বিয়ে করছেন বিশিষ্ট অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা। এই বিয়েতে আমন্ত্রিত হলেন বাংলার মুখ্যমন্ত্রী।

শনিবার রাষ্ট্রপতির আমন্ত্রণে জি-20র নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিরোধী নেতা- নেত্রীরা। মূলত এই বৈঠকে যোগ দেওয়ার জন্য শুক্রবারই দিল্লি পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। গিয়ে উঠেছিলেন চাণক্য পুরীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সূত্রের খবর, সেখানেই পৌঁছে যান রাঘব চাড্ডা। ব্যক্তিগতভাবে বিয়ের কার্ড দিয়ে তাঁর এবং পরিণীতির হয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।

শোনা গিয়েছে, বিশিষ্ট রাজনীতিকের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা অত্যন্ত নিয়ন্ত্রিত তথা হাতে গোনা। সেই সীমিত আমন্ত্রিতদের মধ্যেও থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী। যতদূর জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে উপস্থিতির বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট কথা দেননি। জানা গিয়েছে, অন্যতম চর্চিত এই জুটি চলতি মাসের 24 তারিখ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বিয়ের আচার অনুষ্ঠান 23 এবং 24 সেপ্টেম্বর লীলা প্যালেস এবং ওবেরয় উদয়ভিলাতে অনুষ্ঠিত হবে। তবে, রিসেপশন হবে গুরগাঁও-তে।

আরও পড়ুন: সেপ্টেম্বরেই উদয়পুরে ছাদনাতলায় পরিণীতি-রাঘব, জানুন বিয়ের তারিখ-সহ বিস্তারিত তথ্য

আগামী 12 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সফরে প্রথমে স্পেন, পরে দুবাইয়ে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যেহেতু 23 তারিখেই তাঁর ফেরার কথা, সে কারণে রাঘব-পরিণীতির বিয়েতে উপস্থিতি নিয়ে কোনও নির্দিষ্ট জবাব এখনো তিনি দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েরই সফল বৈবাহিক জীবন কামনা করেছেন বলে জানা গিয়েছে।

নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছে জি20 সামিট ৷ এই সম্মেলনে উপস্থিত ছিলেন এই গোষ্ঠীর নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত গালা ডিনারে রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

Last Updated : Sep 11, 2023, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details