কলকাতা, 4 জানুয়ারি : "চোখের আলো" নামে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাল থেকেই এই প্রকল্প চালু হবে । প্রকল্পে সরকারি স্কুলের দুস্থ ছাত্রছাত্রীদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে । পাশাপাশি বিনামূল্যে 8 লাখ 25 হাজার চশমা দেওয়া হবে । আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।
তিনি বলেন, ""চোখের আলো" নতুন প্রকল্পে উপকৃত হবেন সরকারি স্কুলের গরিব ছাত্র-ছাত্রীরা । তাদের বিনামূল্যে চশমা দেওয়া হবে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে । 2025-এর মধ্যে বিনামূল্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে ।" পাশাপাশি, আজ উত্তরবঙ্গ মেডিকেল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।