পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mallika Banerjee: রাজর্ষি দে'র আগামী ছবিতে শক্ত চরিত্রে 'সাহেবের চিঠি'র বিদীপ্তা

এই মুহূর্তের পার্শ্বচরিত্রাভিনেত্রীদের মধ্যে মল্লিকা বন্দ্যোপাধ্যায় নজর কাড়ছেন বাংলা টেলিভিশনের দর্শকদের ৷ ছোটপর্দায় তিনি এক জনপ্রিয় মুখ, সম্প্রতি পা রেখেছেন ওয়েবেও ৷ এবার ইটিভি ভারতের কাছে মনের কথা খুলে বললেন তিনি (Mallika Banerjee Shares Her Thoughts With ETV Bharat)৷

Mallika Banerjee
রাজর্ষি দে'র আগামী ছবিতে শক্ত চরিত্রে 'সাহেবের চিঠি'র বিদীপ্তা

By

Published : Aug 2, 2022, 9:56 AM IST

কলকাতা, 2 অগস্ট:ছোটপর্দা হোক বা বড়পর্দা, পার্শ্বচরিত্র ছাড়া কোনও কাহিনিই সম্পূর্ণতা পায় না ৷ একইভাবে ভিলেন চরিত্র না থাকলেও নায়ক কিংবা নায়িকার ক্যারিশ্মা বা দক্ষতা যা-ই বলা হোক না কেন, তা মাথা উঁচিয়ে দাঁড়াতে পারে না । এই মুহূর্তের পার্শ্বচরিত্রাভিনেত্রীদের মধ্যে মল্লিকা বন্দ্যোপাধ্যায় নজর কাড়ছেন বাংলা টেলিভিশনের দর্শকদের ৷ 'সাহেবের চিঠি' ধারাবাহিকে গল্পের নায়ক সাহেবের মায়ের চরিত্রে অভিনয় করছেন মল্লিকা ।

এর আগে 'যমুনা ঢাকি', 'জীবন সাথী', 'ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ', 'জাহানারা', 'দ্বীপ জ্বেলে যাই', 'সোহাগী সিঁদুর'-সহ আরও অনেক ধারাবাহিকে তাঁর নানা শেড-এর চরিত্র নজর কেড়েছে দর্শকের । 'সোহাগী সিঁদুর'-এ মূল অ্যান্টাগনিস্ট-এর চরিত্রে অভিনয় করেন তিনি । বড় পর্দায় 'কার্জনের কলম', 'আবার বছর কুড়ি পরে'-তে অভিনয় করেছেন মল্লিকা । পা রেখেছেন ওয়েবেও । 'বন্য প্রেমের গল্প' রয়েছে তাঁর ওয়েব কেরিয়ারে। নাচ দিয়ে বিনোদন দুনিয়ায় অভিষেক মল্লিকার। 'ডান্স ইন্ডিয়া ডান্স-সুপার মম'-এ অংশগ্রহণ করেন তিনি। নাচের জাদুতে প্রভু দেবা থেকে শুরু করে শাহরুখ খান, মিঠুন চক্রবর্তীকে মুগ্ধ করেন বেলুড়ের এই কন্যে । এহেন মল্লিকার মনের হদিস নিল ইটিভি ভারত (Mallika Banerjee Shares Her Thoughts With ETV Bharat)।

রাজর্ষি দে'র আগামী ছবিতে শক্ত চরিত্রে 'সাহেবের চিঠি'র বিদীপ্তা

ইটিভি ভারত:আজ অবধি মল্লিকার পছন্দের চরিত্র কোনটা?

মল্লিকা: অনেকগুলি। 'সাহেবের চিঠি'র বিদীপ্তা, 'সোহাগী সিঁদুর'-এর শাশুড়ি মায়ের চরিত্র এবং শ্রীমন্ত সেনগুপ্ত পরিচালিত 'আবার বছর কুড়ি পরে' ছবিতে রুদ্রনীল ঘোষের স্ত্রী'র চরিত্র । এই ছবির চরিত্রটি ছোট হলেও খুব স্পেশাল আমার কাছে ।

ইটিভি ভারত: ইন্ডাস্ট্রিতে আছেন কেউ গড ফাদার কিংবা গড মাদার?

মল্লিকা:না, ইন্ডাস্ট্রিতে নেই । আমার গড ফাদার মহাদেব আর গড মাদার মা ভবতারিণী । তবে হ্যাঁ, আমি স্নেহাশিস চক্রবর্তী, স্নিগ্ধা বসু, সানি ঘোষ, রাজর্ষি দের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ।

এই মুহূর্তের পার্শ্বচরিত্রাভিনেত্রীদের মধ্যে মল্লিকা বন্দ্যোপাধ্যায় নজর কাড়ছেন বাংলা টেলিভিশনের দর্শকদের

ইটিভি ভারত: রাজর্ষি দের আগামী ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন?

মল্লিকা: হ্যাঁ, ওঁর পরের ছবিতে আমি খুব শক্ত একটা চরিত্রে অভিনয় করতে চলেছি । উনি আমার বন্ধু, ফিলোজফার এবং গাইড । উনি পরের ছবিতে আমাকে যে ভাবে দেখাতে চলেছেন তা এক কথায় অনবদ্য । এরকম সাহস কেউ দেখাতে পারেননি আমাকে নিয়ে এখনও অবধি । ভীষণ শক্ত একটা চরিত্রে থাকছি তাই খুব এক্সাইটেড আমি ।

ইটিভি ভারত:কেমন চরিত্র করতে পছন্দ করেন?

মল্লিকা:নেগেটিভ চরিত্র করতে পছন্দ করি । তবে, 'সাহেবের চিঠি'র চরিত্রটা করেও বেশ ভাল লাগছে । খুব ইমোশনাল হয়ে পড়ছি ।

ছোটপর্দায় তিনি এক জনপ্রিয় মুখ পা রেখেছেন ওয়েবেও

ইটিভি ভারত:এতগুলো চরিত্রে অভিনয়ের পর কোনটাতে মানুষ বেশি চিনেছেন মল্লিকাকে?

মল্লিকা:'যমুনা ঢাকি'। আর এখন 'সাহেবের চিঠি'র জন্যও লোকজন পছন্দ করছে । অনেকে সেলফিও তুলছে সামনে এগিয়ে এসে ।

আরও পড়ুন:রুক্মিণীকে বিচারকের আসনে দেখতে চাননি দেব, কেন জানেন?

ইটিভি ভারত: কেমন চলছে মল্লিকার নাচের স্কুল?

মল্লিকা: নাচের স্কুলটা আবার শুরু করব । আমি দক্ষিণ কলকাতাতে চলে এসেছি । মেয়েকে তালিম দিচ্ছি । আমার খুব ইচ্ছে ও থিয়েটার করুক মন দিয়ে । ওকে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা'তে পড়াতে চাই আমি । ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন । আমার অসম্পূর্ণ কাজগুলো ও সম্পূর্ণ করবে বলে বিশ্বাস আমার ।

এর আগে ' যমুনা ঢাকি', 'জীবন সাথী', 'ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ', 'জাহানারা', 'দ্বীপ জ্বেলে যাই', 'সোহাগী সিঁদুর'-সহ আরও অনেক ধারাবাহিকে তাঁর নানা শেড-এর চরিত্র নজর কেড়েছে দর্শকের ।

অভিনেত্রীর কাছ থেকেই জানা যায় যে তাঁর আরও কিছু সিরিয়ালের কথা চলছে। তবে, এক্ষুণি কিছু ফাইনাল না হওয়ায় বলতে নারাজ তিনি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details