মালদা, 29 অগস্ট: পেশায় তিনি প্রাথমিক শিক্ষক ৷ কিন্তু তাঁর রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে সিনেমা ৷ সমাজের ছোট-বড় বিভিন্ন ঘটনা, যা তাঁর মননে প্রভাব ফেলে, তাই তিনি চলচ্চিত্রায়িত করে থাকেন ইউ টিউবে ৷ সেই অশোক কুমার দাসের চিত্রনাট্যে সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন শঙ্খ ভট্টাচার্য ৷ যা বলিউডের প্রখ্যাত অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi) অভিনীত ছবিকে পিছনে ফেলে তিনটি পুরস্কার জিতে নিল উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে (স্বল্পদৈর্ঘ্য) (Malda primary teacher bagged three awards at Uttarbanga Film Festival) ৷
মুম্বই থেকে কেবল আশিস বিদ্যার্থী অভিনীত ছবিই নয়, উত্তরবঙ্গ ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জয়ের দৌড়ে ছিল পুনে ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়াদের তৈরি ছবি, কলকাতার তৈরি ছবিও ৷ সেইসব ছবিকে পিছনে ফেলেই তিন-তিনটি পুরস্কার ঝুলিতে পুরল সামাজিক প্রেক্ষাপটে নির্মিত অশোক কুমারের দাসের ছবি ৷ সিনে জগতে প্রবেশের পর তিনি অবশ্য অশোক কুমার দাস নন, শুধুই অশোক কুমার ৷ হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা এই চিত্রনাট্যকার ইতিমধ্যেই 10টি শর্ট ফিল্ম তৈরি করে ফেলেছেন ৷ অভিনয়ে পা রাখা 'দিনান্তে' ছবিতে ৷