পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Death of Joseph Manu James: প্রথম ছবি মুক্তির আগেই জীবনাবসান তরুণ মালয়ালাম পরিচালক মনুর

মাত্র 31 বছর বয়সেই চির ঘুমের দেশে পাড়ি দিলেন পরিচালক জোসেফ মনু জেমস ৷ 'ন্যান্সি রানি' ছবির হাত ধরে খুব তাড়াতাড়ি পরিচালনায় আত্মপ্রকাশ করার কথা ছিল তাঁর ( Joseph Manu James passes away)৷

Death of Joseph Manu James
চলে গেলেন তরুণ মালয়ালাম পরিচালক মনু

By

Published : Feb 27, 2023, 10:02 AM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি:মাত্র 31 বছর বয়সেই চলে গেলেন মালয়ালম চলচ্চিত্র পরিচালক জোসেফ মনু জেমস ৷ শুক্রবার কোচির একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় এই পরিচালকের ৷ খুব তাড়াতাড়ি 'ন্যান্সি রানি' ছবির হাত ধরে পরিচালনার জগতে পা রাখার কথা ছিল এই তরুণ নির্মাতার ৷ কিন্তু সেই স্বপ্ন সফল হওয়ার আগেই সব শেষ ৷ মনুর পরিবারে রয়েছেন স্ত্রী নয়না এবং তাঁর দুই ভাই মিন্না ও ফিলিপ ৷ এমন এক তরুণ প্রতিভার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে চলচ্চিত্র জগতে (Joseph Manu James passes away )৷

তাঁর ছবিতে অভিনয় করছেন লাল, দ্রুভান, সানি ওয়েন, অজু ভার্গিস, বাসিল জোসেফের মতো অভিনেতারা ৷ পরিচালকের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর ছবির অন্যতম অভিনেতা অজু ভার্গিস ৷ তিনি তাঁর ইনস্টাগ্রামে ন্যান্সি রানি ছবির একটি শ্যুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, 'বড় তাড়াতাড়ি চলে গেলে ভাই ৷'

এমন এক প্রতিভার অকাল মৃ্ত্যু চোখ ভিজিয়ে দিয়েছে অনুরাগীদেরও ৷ অভিনেত্রী অহনা কৃষ্ণও তাঁর ইনস্টা স্টোরিতে শোক ব্যক্ত করেছেন এই নির্মাতার জন্য় ৷ তিনি লিখেছেন, 'মনুর আত্মা চিরশান্তিতে থাকুক ৷' তিনিও অভিনয় করেছিলেন জোসেফের আসন্ন প্রথম ছবিতে ৷ প্রসঙ্গত, রবিবার কোট্টায়ামের একটি গির্জায় হয় শেষকৃত্য ৷

আরও পড়ুন:বায়োপিকে অভিনয় করছেন না, তবু রবিবাসরীয় ইডেনে 'সৌরভ' ছড়ালেন রণবীর

'ন্যান্সি রানি' ছবির হাত ধরে পরিচালনায় পা রাখার কথা ছিল মনুর ৷ তবে চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে বহু আগেই ৷ 2004 সালেই তিনি প্রথম পর্দায় কাজ করার সুযোগ পান ৷ তখন অবশ্য তিনি শিশু শিল্পী ৷ সেই ছবির নাম ছিল 'আই অ্যাম কিউরিয়াস' ৷ আর পরিচালক ছিলেন সাবু জেমস ৷ এরপর সহকারী পরিচালক হিসাবেও মালায়লাম, কন্নড় এবং হিন্দি ছবিতে কাজ করেছেন প্রয়াত পরিচালক ৷ কিন্তু নিজের প্রথম পরিচালিত কাজ তিনি দেখিয়ে যেতে পারলেন না তাঁর অনুরাগীদের ৷

ABOUT THE AUTHOR

...view details