পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অভিনেতার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, কেরলের হোটেল প্রাঙ্গণে পার্ক করা গাড়িতে দেহ উদ্ধার - বিনোদ টমাসের রহস্যমৃত্যু

Malayalam actor Vinod Thomas found dead: মালয়ালম অভিনেতা বিনোদ টমাসের অকালপ্রয়াণ ৷ 'আয়াপ্পানুম কোশিয়ুম' এবং 'নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা'-এর মতো ফিল্মে অভিনয় করেছেন তিনি ৷ কেরালার পামবাডিতে একটি পার্ক করা গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। গাড়িটি একটি হোটেলের প্রাঙ্গণে পার্ক করা হয়েছিল যার ব্যবস্থাপনা পুলিশকে 'একজন ব্যক্তি তার গাড়িতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে শুয়ে থাকার' বিষয়ে অবহিত করেছিল।

Malayalam actor Vinod Thomas
মালয়ালম অভিনেতা বিনোদ টমাসের অকালপ্রয়াণ

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:34 AM IST

কোট্টায়াম (কেরল), 19 নভেম্বর:জনপ্রিয় মালায়লম অভিনেতা বিনোদ টমাসের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল কেরলে ৷ কোট্টায়ামের পাম্পাডি এলাকার একটি হোটেল প্রাঙ্গণে পার্ক করে রাখা গাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ ৷ রবিবার পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে ৷ তাঁর বয়স হয়েছিল 47 বছর ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ আচমকা অভিনেতার অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কেরলের চলচ্চিত্র জগতে ৷

জনপ্রিয় অভিনেতা বিনোদ টমাস 'আয়্যাপ্পানুম কোশিয়ুম' এবং 'নাথোলি ওরু চেরিয়া মীনাল্লা'-এর মতো বেশকিছু মালায়ালাম চলচ্চিত্রে বড় চরিত্রে অভিনয় করেছেন । পুলিশ জানিয়েছে যে, হোটেল কর্তৃপক্ষ অভিযোগ জানায় যে, তাদের প্রাঙ্গণে পার্ক করা একটি গাড়ির ভিতরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দীর্ঘ সময় ধরে পড়ে আছেন । যা তাদের স্বাভাবিক মনে হয়নি ৷ এই নিয়ে সন্দেহ দানা বাঁধায় পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ ৷

ঘটনাস্থলে পৌঁছে অভিনেতাকে গাড়ির ভেতরে পড়ে থাকতে দেখে পুলিশ । জানা যায়, মৃত ব্যক্তি মালায়লম অভিনেতা বিনোদ টমাস ৷ তাঁকে অবিলম্বে হোটেলের কাছেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন ৷ অভিনেতার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ৷ এই ঘটনার কথা নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে দেখবে পুলিশ ৷

অভিনেতার দেহের ময়নাতদন্ত হয়ে গেলে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ বিনোদ টমাসের মৃতদেহ বর্তমানে কোট্টায়াম পাম্পাডি তালুক হাসপাতালে রাখা হয়েছে । অভিনেতা বিনোদ টমাসের আকস্মিক মৃত্যুতে মর্মাহত কেরলের ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ শোকের ছায়া নেমে এসেছে তাঁর ভক্তকূলের মধ্যে ৷ অভিনেতার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ, বিশ্বকাপ ফাইনাল ঘিরে চড়ছে উত্তেজনার পারদ; আঁচ পড়েছে টলিপাড়াতেও
  2. 8 বছর পর পর্দায় ফিরছে তনু-মনু জুটি! কঙ্গনার নতুন ছবির শুটিংয়ে চমক রজনীকান্তের

ABOUT THE AUTHOR

...view details