পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Malaika Arora Latest Photoshoot: সাদা ব্র্যালেটে উত্তাপ ছড়ালেন মালাইকা, দেখুন লেটেস্ট ফটোশুটের ভিডিয়ো - Malaika Arora tops her style game

লেটেস ফটোশুটে সাদা পোশাকে উষ্ণতা ছড়ালেন বলিউড ডিভা মালাইকা অরোরা (Malaika Arora raises the temperature) ৷ চোখের চাউনি দেখলে বলতে ইচ্ছা করবে, 'আভি না যায়ো ছোরকে' ৷ দেখুন তাঁর কয়েক সেকেন্ডের ফটোশুটের ভিডিয়ো ৷ যা মন ভালো করবে আপনার ৷

Malaika Arora ETV Bharat
মালাইকা অরোরা

By

Published : Mar 5, 2023, 10:52 PM IST

হায়দরাবাদ, 5 মার্চ: এজ ইজ জাস্ট আ নাম্বার ! বারবারে তা প্রমাণ করেছেন, রবিবার ফের একবার তা প্রমাণ করলেন বলি ডিভা মালাইকা অরোরা (Bollywood actor Malaika Arora) ৷ ইনস্টাগ্রামে সম্প্রতি শেয়ার করা তাঁর ছবিগুলি তো তাই বলছে ৷ যেখানে মালাইকা ধরা দিয়েছেন একদম হট অবতারে ৷ কেন তাঁকে ডিভা বলা হয় তা বোঝা যাবে তাঁর এই ছবিগুলো দেখলেই ৷ যারা ভাবছেন মালাইকার বয়স বাড়ছে, এই বি-টাউন ডিভা তাদের সকলকে ভুল প্রমাণ করে হাজির নতুনভাবে। লেটেস্ট ফটোশ্যুটের ছবির কোলাজ-সহ ভিডেয়ো দিয়ে সবাইকে অবাক করলেন তিনি ৷ সাদা পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন এই অভিনেত্রী ৷

হট লুকে ধরা দিলেন মালাইকা: এই ভিডিয়োতে মালাইকাকে দেখা গেল এলোকেশি চুল ও খোলামেলা পোশাকে ৷ চোখের চাহনিতে সকলকে ঘায়েল করলেন তিনি ৷ ভিডিয়োটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, "হ্যালো সানশাইন সানডে ৷" একটি সূর্যের এবং চশমা পরা ইমোজি-সহ তিনি এটি শেয়ার করেছেন । মালাইকা নিশ্চিতভাবে জানেন কীভাবে তার ভক্তদের রবিবারের শুভেচ্ছা জানাতে হয় ৷ তাই তো রবিবারের সকলের দিনকে শুভ করতে তাঁর এই পোস্ট ৷ যা দেখে ভক্তকূল ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ৷ ভিডিয়োটি আপলোড করার কয়েক মিনিটের মধ্যে পোস্টটি হাজার হাজার জন দেখে নিয়েছে ৷ ভক্তরা কমেন্ট বক্সে প্রচুর ভালোবাসা ঢেলে দিয়েছে ।

ডিভার ভিডিয়ো না দেখলেই মিস: ভিডিয়োটিতে ফটোশুটের বেশ কিছু ছবি রয়েছে ৷ যাতে এই ডিভাকে সাদা রঙের কো-অর্ডার পোশাক পরা অবস্থায় দেখা গিয়েছে (Malaika Arora in white pantsuit) । তিনি একটি সাদা জ্যাকেট-সহ সাদা ব্র্যালেট পরেছেন ৷ যা সাদা ট্রাউজার্সের সঙ্গে জোড়া । তাঁর পোশাক কোটের উপর মুক্তো এম্বেড করা ছিল ৷ মুক্তগুলি তাঁর ট্রাউজারের উপরে থেকে নিচ পর্যন্ত সারিবদ্ধ অবস্থায় লাগানো ছিল । মালাইকা ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভক্তদের তরফে ধেয়ে এসেছে প্রশংসা । সকলে তাঁর নতুন লুকের জমিয়ে তারিফ করেছে (Malaika Arora latest photoshoot) ৷

ভক্তরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন:সাংবাদিক জিতেশ পিল্লাই পোস্টে একটি হার্ট ইমোজি দিয়ে লিখেছেন, "অসাধারণ ।" একজন লিখেছেন, "পূর্ব বা পশ্চিম মালাইকা অরোরাই সেরা ।" অন্য একজন প্রশংসা করে লিখেছেন, "এই ফটোগুলিকে দেখতে ভালবাসি ৷ কেউ এত সুন্দর কী করে হতে পারে ৷"

আরও পড়ুন:মুখ লুকোচ্ছেন অর্জুন, মিডিয়াকে এড়াচ্ছেন মালাইকা ! সম্পর্কে ফাটল ?

ABOUT THE AUTHOR

...view details