মাদ্রিদ, 13 জুন : প্রথমবার পর্দায় একসঙ্গে রোম্যান্টিক মুডে দেখা যাবে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে ৷ সৌজন্যে লভ রঞ্জন, তাঁর পরিচালিত নতুন রোম্যান্টিক কমেডি-ড্রামার হাত ধরেই একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন এই দুই তারকা (Ranbir-Sraddha New Film) ৷ ইতিমধ্য়েই ছবির সেট থেকে ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো ৷ যার একটিতে জলকেলিও করতে দেখা গিয়েছে শ্রদ্ধাকে ৷ আপাতত স্পেনে চলছে ছবির শ্যুটিং ৷ আর এবার অনেক ভাল খবরের মাঝে সেট থেকে এল খারাপ খবরও ৷ ছবির সেটেই আহত হয়েছেন শ্রদ্ধার ব্যক্তিগত রূপটান শিল্পী শ্রদ্ধা নায়েক ৷
সম্প্রতি ইনস্টায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রদ্ধা নায়েক ৷ তিনি জানিয়েছেন, লিগামেন্টে চোট পেয়েছেন তিনি ৷ শ্যুটিংয়ের দ্বিতীয় দিনেই এই খারাপ খবর আশা করেননি অনুরাগীরা ৷ মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা জানিয়েছেন, পায়ের চোটের কারণে আগামী দশ দিন তাঁকে কাস্ট পরেই থাকতে হবে ৷