পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Byomkesh o Durgo Rahosyo BTS: কেমন ছিল মধ্যপ্রদেশের দুর্গে শুটিংয়ের গল্প? পর্দার পিছনের রহস্য ফাঁস করলেন দেব - দুর্গে শুটিং নিয়ে মুখ খুললেন দেব

আগামী মাসের শুরুতেই আসছে দেব-রুক্মিণীর নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ৷ এবার সামনে এল ছবির পর্দার পিছনের কাহিনি ৷

Byomkesh o Durgo Rahosyo BTS
দুর্গে শুটিং নিয়ে মুখ খুললেন দেব

By

Published : Jul 19, 2023, 1:29 PM IST

কলকাতা, 19 জুলাই:আগামী 11 অগস্ট মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়' ৷ দেবের এই ছবিতে অজিত রূপে দেখা মিলবে অম্বরীশ ভট্টাচার্যের ৷ আর সত্য়বতী হতে চলেছেন রুক্মিণী মৈত্র ৷ ছবি নিয়ে আগ্রহ ইতিমধ্য়েই আগ্রহ তুঙ্গে ৷ বুধবার নির্মাতারা শেয়ার করলেন পর্দায় পিছনের কিছু কাহিনি ৷ এই ভিডিয়োতে রয়েছে মধ্য়প্রদেশের গড় কুন্দর ফোর্টে শুটিংয়ের কিছু কাহিনি ৷

প্রযোজক তথা অভিনেতা দেব নিজেই এই কাহিনি শেয়ার করেছেন সকলের সঙ্গে ৷ ভিডিয়োতে দেব বলেন, "দুর্দান্ত একটা দুর্গ ৷ দুর্গটির নাম গড় কুন্দর ফোর্ট ৷ প্রায় 250-300 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় ৷ পুরো দলের ভীষণ কষ্ট হচ্ছে কারণ এতো বড় বড় জিনিসপত্র নিয়ে উঠতে হচ্ছে ৷" তিনি নিজেই জানিয়েছেন প্রায় 200-250 জনের ইউনিটকে নিয়ে এইভাবে কাজ মোটেই সহজ নয় ৷ লাইট, ক্যামেরা, অ্য়াকশন শুনতে সহজ হলেও তা আদতে বেশ কঠিন ৷

ভিডিয়োতে দেখা যায় শুটিংয়ের বেশ কিছু ঝলক ৷ দেব-অম্বরিশ-রুক্মিণীর শটের আগের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে পরিচালক বিরসার কর্মকাণ্ডের অনেক ঝলকই ধরা পড়েছে এই বিটিএস ভিডিয়োটিতে ৷ আর তাই ঝলকটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, "ব্যোমকেশ ও দুর্গ রহস্য় থেকে আপনাদের জন্য় গড় কুন্দর ফোর্টের প্রথম লুক আর কিছু পর্দার পিছনের কাহিনি ৷"

আরও পড়ুন:'পুরানো সেই দিনের কথা...', প্রিয় রিনাদির সঙ্গে আড্ডার স্মৃতিতে ডুব দিলেন কমলেশ্বর

দেব নিজেও জানিয়েছেন, মধ্য়প্রদেশে এসে অনেকগুলি দুর্গ দেখেছিলেন তাঁরা ৷ কিন্তু শেষমেষ এই দুর্গটিই তাঁদের পছন্দ হয় ৷ তাঁদের মনে হয়েছে এই দুর্গটিই শরদিন্দুর গল্পের জন্য় একেবারে সঠিক ৷ ভিডিয়োটিতে দুর্গের বেশকিছু দৃশ্য়ও শেয়ার করা হয়েছে ৷ বলাই বাহুল্য় এই বিটিএস ভিডিয়োটি আগ্রহ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল ৷ ছবিতে দেব-অম্বরিশ-রুক্মিণী ছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য-এর মতো অভিনেতারা ৷ প্রসঙ্গত, আবার এই একই গল্প ওটিটিতে আসতে চলেছে নতুন সিরিজও ৷ সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত এই সিরিজের একটি গানও মুক্তি পেয়েছে মঙ্গলবার ৷ গানটির নাম ছিল 'তুমি এমনি এমনি এসো' ৷

ABOUT THE AUTHOR

...view details