মুম্বই, 27 সেপ্টেম্বর: দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস এবং বলি সুন্দরী কৃতি শ্যাননের বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ' নিয়ে উৎসাহের শেষ নেই সিনে অনুরাগীদের (Prabhas New Film Adipurush)৷ ছবিতে কেমন হবে কৃতি এবং প্রভাসের লুক তা নিয়েও চর্চা তুঙ্গে দর্শকদের ৷ এবার সামনে এল আরও একটি বড় খবর ৷ নির্মাতারা জানিয়ে দিলেন ছবির টিজার মুক্তির দিনক্ষণ ৷ আগামী মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবির ফার্স্ট লুক পোস্টার (New Film Adipurush Teaser Launch Date) ৷
ছবির টিজার লঞ্চের জন্য় একটি বিশেষ চমকেরও ব্যবস্থা করেছেন নির্মাতারা ৷ আগামী 2 অক্টোবর রাম জন্মভূমি অযোধ্যায় মুক্তি পেতে চলেছে ছবির টিজার (Adipurush Teaser) ৷ ছবির কলা কুশলীরাও উপস্থিত থাকবেন এই বিশেষ অনুষ্ঠানে ৷ এই ছবির গল্প গড়ে উঠেছে রামায়নের উপর ভিত্তি করে ৷ এই পৌরাণিক ছবি প্রভাসকে ভগবান রাম অর্থাৎ আদি পুরুষের ভূমিকায় । আর সেই কারণেই ছবির প্রচার উত্তর প্রদেশের অযোধ্যা থেকে শুরু করার কথা ভাবছেন নির্মাতারা ৷ কারণ মনে করা হয় অযোধ্যাই ছিল রামের জন্মস্থান ৷