হায়দরাবাদ, 3 অগস্ট:বৃহস্পতিবার সামনে এসেছে অক্ষয়ের নতুন ছবি 'ও মাই গড 2' ছবির ট্রেলার ৷ একই দিনে সামনে এল সানি দেওলের 'গদর 2' ছবির নতুন গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে'-ও ৷ 'গদর: এক প্রেম কথা' ছবির অত্যন্ত বিখ্যাত একটি গান 'ম্যায় নিকলা গাড্ডি লেকে' ৷ তারা সিং এবং সাকিনার ভালোবাসার কাহিনিতে এই গানটিকে ফিরিয়ে আনা হয়েছে পুরোনো দিনের নস্টালজিয়াকে আরও একবার ফিরে পেতে ৷ সেদিনের ছোট্ট জিতে এখন বড় হয়ে গিয়েছে ৷ আজ বাস্তবে তিনি উৎকর্ষ শর্মা ৷ তাঁকেও দেখা যাবে ছবিতে ৷
পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষকেও এই গানে নাচে মেতে উঠতে দেখা গিয়েছে সানি এবং আমিশার সঙ্গে ৷ ইনস্টাগ্রামে গানটি শেয়ার করে তিনি লিখেছেন, "সব ফটক, সব সিগন্যাল না মেনেই এখানে পৌঁছেছেন এরা ৷ মুক্তি পেল ছবির নতুন গান ম্যায় নিকলা গাড্ডি লেকে ৷ এই স্বাধীনতা দিবসে বড় পর্দায় আসছে গদর 2 ৷ 11 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি ৷"