মুম্বই, 25 ডিসেম্বর: বড়দিনে জন্মেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee Biopic)৷ আর এই বিশেষ দিনেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ তাঁর বায়োপিক 'ম্যায় অটল হুঁ'এর (Main Atal Hoon) প্রথম পোস্টার প্রকাশিত হল ৷ সামনে এল তাঁর চরিত্রে অভিনয় করা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) ফার্স্ট লুক ৷ যা দেখে এককথায় উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷
পঙ্কজ ত্রিপাঠী রবিবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ফিল্মে তাঁর বিভিন্ন লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ৷ অটল বিহারী বাজপেয়ীকে প্রধানমন্ত্রী, কবি, দেশনায়ক এবং একজন ভদ্রলোক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ছবিগুলি ৷ একটি ছবিতে পঙ্কজকে একটি ধুতি-কুর্তা এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর মতো জহর কোট পরা অবস্থায় দেখা গিয়েছে ।"
পোস্টটির হিন্দি ক্যাপশন দিয়ে অভিনেতা লিখেছেন, "আমি জানি যে 'অটল'জি'র ব্যক্তিত্বকে পর্দায় বাস্তবে রূপ দিতে হলে আমার ব্যক্তিত্বের উপর সংযমের সঙ্গে কাজ করা প্রয়োজন । আমার দৃঢ় বিশ্বাস যে, আমি আমার মনোবল ও উৎসাহের সাহায্যে নতুন ভূমিকার সঙ্গে সুবিচার করতে পারব ।"