মুম্বই, 9 জুন : বলিসুন্দরী মহিমা চৌধুরীর অনুরাগীদের জন্য় খবরটা খুবই দুঃখজনক ৷ নিজের অনন্য রূপ এবং অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জিতে নেওয়া মহিমা চৌধুরী এখন লড়াই লড়ছেন ভয়ংকর 'ব্রেস্ট ক্যানসার'-এর সঙ্গে (Mahima Chaudhry Diagnosed Breast Cancer )৷ আজ তাঁকে দেখলে হয়ত চিনতে পারবেন না অনেকেই ৷ ভয়ংকর রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় নিজের একরাশ কালো মেঘের মত চুল হারাতে হয়েছে তাঁকে ৷ শুধু তাই নয় প্রভাব পড়েছে শরীরেও ৷
তাঁর এই অসুখের খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ৷ মহিমার একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, "আমি এক মাস আগে মহিমাকে ফোন করেছিলাম । আমি তখন যুক্তরাষ্ট্রে ছিলাম । তাঁর সঙ্গে আমার একটা ফিল্ম নিয়ে কথা বলার ছিল। আমাদের কথাবার্তা ভালই চলছিল ৷ এর মাঝেই জানতে পারি, মাহিমা স্তনের ক্যান্সারের সঙ্গে লড়াই করছে । তাঁর জীবনযাপন এবং তাঁর মনোভাব সারা বিশ্বের নারীদের জীবনযাপনের জন্য একটি নতুন অনুপ্রেরণা হতে পারে ।"