পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mahesh Babu on SRK Jawan: 'জওয়ান' দেখতে চান মহেশবাবু, সঙ্গে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন শাহরুখ - shah rukh khan latest news

পরিবারের সঙ্গে 'জওয়ান' দেখতে চান মহেশবাবু ৷ একসঙ্গে ছবি দেখার প্রতিশ্রুতি দিলেন শাহরুখও ৷

Mahesh Babu on SRK Jawan
পরিবারের সঙ্গে জওয়ান দেখবেন মহেশবাবু

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 4:44 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: 'জওয়ান' মুক্তি ঘিরে উন্মাদনায় ফুটছে গোটা দেশ ৷ কয়েক ঘণ্টা আগেই শাহরুখকে তাঁর নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন ধর্মেন্দ্র ৷ আর এবার সেই তালিকায় যোগ দিলেন তেলেগু সুপারস্টার মহেশবাবু ৷ মহেশবাবু জানালেন, পরিবারকে সঙ্গে নিয়ে জওয়ান দেখতে যাবেন তিনি ৷ সকলে মিলে এই ছবিটি উপভোগ করতে চান তাঁরা ৷ জবাব দিলেন শাহরুখও ৷ তিনি জানালেন কবে কোথায় মহেশবাবু এই সিনেমাটি দেখবেন, তা জানালে তিনি তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন ৷

সম্প্রতি একটি টুইটে (বর্তমান নাম এক্স) মহেশবাবু লেখেন, "জওয়ান-এর সময় শুরু ৷ এসআরকের ক্ষমতা ও তাঁকে নিয়ে তৈরি উন্মাদনার একটি পরিপূর্ণ প্রদর্শন ৷ গোটা দেশ তো বটেই সমস্ত জায়গায় এই টিম দুরন্ত সাফল্য পাক ৷ এই ছবিটা সমস্ত পরিবারকে নিয়ে দেখার জন্য মুখিয়ে রয়েছি ৷" সামনে থেকে মহেশবাবু যেভাবে এসআরকের ছবিকে প্রশংসায় ভরিয়েছেন তাতে আপ্লুত খোদ বাদশাও ৷

জবাবি টুইটে তিনি এসআরকে লেখেন, "তোমায় অনেক ধন্যবাদ বন্ধু ৷ আশা করি ছবিটা তোমার ভালোলাগবে ৷ আর কবে তুমি ছবিটা দেখছ যদি জানাও তাহলে আমিও তোমাদের সঙ্গে যোগ দিতে পারি ৷ তোমার পরিবারের প্রত্যেকের জন্য ভালোবাসা ৷" তাঁদের এই সুন্দর ব্যবহার দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷ অবশ্য এই যে প্রথম দু'জনের বন্ধুত্বের কথা সামনে এল তা নয় ৷ 2015 সালে হায়দরাবাদে মহেশবাবু তাঁর 'ব্রহ্মোৎসব' ছবির শুটিং করছিলেন মহেশবাবু ৷ সেসময় শাহরুখও ছিলেন হায়দরাবাদেই ৷ তিনি ছবির সেটে গিয়ে দেখা করেন মহেশবাবুর সঙ্গে ৷

আরও পড়ুন:'জওয়ান' ছবি মুক্তির আগে শাহরুখকে শুভেচ্ছা ধরম পাজির

শাহরুখের 'জওয়ান' ছবি মুক্তির পরপরই মুক্তি পেতে চলেছে মহেশবাবুর একটি ছবিও ৷ ছবিটির নাম 'গুনটুর করম' ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ত্রিবিক্রম শ্রীনিবাস ৷ অন্য়দিকে 'জওয়ান' মুক্তি পেতে চলেছে আগামিকাল অর্থাৎ, বৃহস্পতিবার ৷

ABOUT THE AUTHOR

...view details