পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Asian Games 2023: এশিয়ান গেমসে সোনা-রূপো জয়ের পর জ্যাভলিন স্টারদের অভিনন্দন মহেশ বাবুর - Neeraj Chopra

Mahesh babu Congratulates Neeraj-Kishor: জ্যাভলিনে জোড়া পদক এনেছেন নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনা ৷ নীরজের সোনা জয় ও কিশোরের রূপো জয়ের পর সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণী তারকা মহেশ বাবু ৷

Etv Bharat
জ্যাভলিন স্টারদের অভিনন্দন মহেশ বাবুর

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 12:53 PM IST

হায়দরাবাদ, 5 অক্টোবর: এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের জয় জয়কার ৷ একের পর এক পদক আসতে চলেছে ভারতের ঝুলিতে ৷ জ্যাভলিনে জোড়া পদক এনেছেন নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনা ৷ সোনা জিতেছেন নীরজ ও রূপো জিতেছেন কিশোর ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানালেন দক্ষিণী তারকা মহেশ বাবু ৷

ইন্সটাগ্রাম স্টোরিতে মহেশ বাবু জ্যাভলিন স্টারের ছবি শেয়ার করে লিখেছেন "এশিয়ান গেমসে আরও একবার ভারতের মাথা উঁচু হয়েছে ৷ অভিনন্দন ও শুভেচ্ছা জ্যাভলিন স্টার নীরজ ও চোপড়া ও কিশোর কুমার জেনাকে ৷"হ্যাংঝাউয়ের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার দুর্ধর্ষ জয় হয়েছে ভারতীয় ক্রীড়াবিদ নীরজ ও কিশোরের ৷

অলিম্পিক্স, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগে সোনা জেতার পর নীরজের উপর প্রত্যাশা বেড়েছিল দেশবাসীর ৷ এশিয়ান গেমসেও সোনার ছেলে ঘরে সোনা আনবে কি না, তা দেখতে অধীর আগ্রহে ছিলেন ক্রীড়াপ্রেমীরা ৷ অবশেষে 88.88 মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে নেন নীরজ চোপড়া ৷ অন্যদিকে, 87.54 মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে এশিয়ান গেমসে রূপো জিতে নেন কিশোর ৷

19তম এশিয়ান গেমসে ভারত রেকর্ড তৈরি করেছে ৷ 2018-তে ভারতীয় ক্রীড়াবিদদের হাত ধরে পদক এসেছিল 71টি ৷ যার মধ্যে ছিল 16টি সোনা, 26টি রূপো ও 29টি ব্রোঞ্জ ৷ তবে এবার ছবিটা অন্যরকম ৷ ইতিমধ্যেই এশিয়ান গেমস থেকে 20টি সোনা জিতেছে ভারত ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 83টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদরা ৷

অন্যদিকে, দক্ষিণী তারকার ছবির কথা বললে জানা গিয়েছে, ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত গুন্তুর কারম ছবিতে দেখা যাবে তাঁকে ৷ এর আগেও এই জুটি 2005 সালে আথাডু ও 2010 সালে খালেজা-র মতো হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের ৷ এবার নতুন ছবি ঘিরে অপেক্ষায় রয়েছেন অনুগামীরা ৷

আরও পড়ুন: মেয়েদের তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি-অদিতি-পরনীত, কোয়ার্টার ফাইনালে হার সিন্ধুর

ABOUT THE AUTHOR

...view details