হায়দরাবাদ, 5 অক্টোবর: এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের জয় জয়কার ৷ একের পর এক পদক আসতে চলেছে ভারতের ঝুলিতে ৷ জ্যাভলিনে জোড়া পদক এনেছেন নীরজ চোপড়া ও কিশোর কুমার জেনা ৷ সোনা জিতেছেন নীরজ ও রূপো জিতেছেন কিশোর ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানালেন দক্ষিণী তারকা মহেশ বাবু ৷
ইন্সটাগ্রাম স্টোরিতে মহেশ বাবু জ্যাভলিন স্টারের ছবি শেয়ার করে লিখেছেন "এশিয়ান গেমসে আরও একবার ভারতের মাথা উঁচু হয়েছে ৷ অভিনন্দন ও শুভেচ্ছা জ্যাভলিন স্টার নীরজ ও চোপড়া ও কিশোর কুমার জেনাকে ৷"হ্যাংঝাউয়ের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার দুর্ধর্ষ জয় হয়েছে ভারতীয় ক্রীড়াবিদ নীরজ ও কিশোরের ৷
অলিম্পিক্স, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগে সোনা জেতার পর নীরজের উপর প্রত্যাশা বেড়েছিল দেশবাসীর ৷ এশিয়ান গেমসেও সোনার ছেলে ঘরে সোনা আনবে কি না, তা দেখতে অধীর আগ্রহে ছিলেন ক্রীড়াপ্রেমীরা ৷ অবশেষে 88.88 মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে নেন নীরজ চোপড়া ৷ অন্যদিকে, 87.54 মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে এশিয়ান গেমসে রূপো জিতে নেন কিশোর ৷