পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gufi Pental Passed Away: জীবন যুদ্ধে হার মানলেন পর্দার শকুনি মামা, প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল - প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল

প্রয়াত শকুনি মামা হিসাবে পরিচিত অভিনেতা গুফি পেন্টাল ৷ 78 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি ৷

Gufi Pental Passed Away
প্রয়াত অভিনেতা গুফি পেন্টাল

By

Published : Jun 5, 2023, 1:57 PM IST

মুম্বই, 5 জুন:প্রয়াত ছোটপর্দার 'মহাভারত' ধারাবাহিকের শকুনি মামা হিসেবে পরিচিত অভিনেতা গুফি পেন্টাল ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর ৷ ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন গুফি ৷ বিবৃতি জারি করে অভিনেতার প্রয়াণের খবর জানিয়েছেন পুত্র হ্যারি ৷ তিনি লিখেছেন, সোমবার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷

গত দু'দিনেই তিনটি মৃ্ত্যু সংবাদে মন খারাপ সিনে অনুরাগীদের ৷ সুলোচনা লতকর, কোলালাম সুধীর পর এবার না ফেরার দেশে পাড়ি দিলেন গুফিও ৷ খবর অনুযায়ী বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন এই প্রবীণ অভিনেতা ৷ তার জেরে গত মাসেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর অবস্থা ছিল বেশ আশঙ্কাজনক ৷ গত কয়েকদিনের লড়াইয়ের অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন অভিনেতা ৷

প্রয়াত শকুনি মামা হিসাবে পরিচিত অভিনেতা গুফি পেন্টাল

কুরুক্ষেত্রের রক্তাক্ত ময়দানে দাঁড়িয়ে হয়ত খুব কম অভিনেতাই তাঁর মতো জনপ্রিয়তা পেয়েছেন ৷ তবে শুধু ছোট পর্দা নয় বড় পর্দাতেও তিনি ছিলেন সমান জনপ্রিয় ৷ তাঁকে দেখা গিয়েছে 'রাফু চক্কর', 'দেশ পরদেশ', 'দিল লাগি', 'ময়দান-ই-জংগ'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে ৷ গুফি পেন্টালের জন্ম 1944 সালের 4 অক্টোবর ৷ শিখ পরিবারে তাঁর বড় হয়ে ওঠে ৷ এরপর ছয়ের দশকের শেষের দিকে তিনি চলে আসেন মুম্বই ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তাঁকে মুম্বইতে এসেছিলেন তাঁর ছোট ভাইয়ের সঙ্গে ৷
আরও পড়ুন:প্রয়াত বিগ বির 'অনস্ক্রিন মা' সুলোচনা লতকর, চলে গেলেন কোলালামও

আটের দশকে শুরু হয়েছিল তাঁর অভিনয় কেরিয়ার ৷ প্রথমদিকে তাঁর ইচ্ছা ছিল পরিচালক হওয়ার কিন্তু পরের দিকে তিনি বেছে নেন অভিনয়কেই ৷ বড় পর্দায় যেমন তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন তেমনই ছোট পর্দাতেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে ৷ l তার মধ্য়ে রয়েছে 'ওম নমঃ শিবায়', 'আকবর বীরবল', 'কানুন', 'সওদা', 'জয় কানহাইয়া লাল কি'-র মতো ধারাবাহিকগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details