কলকাতা, 12 জুলাই:বাংলার বক্স অফিসের জন্য়অগস্ট মাসের 11 তারিখটা যে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না ৷ কারণ একইসঙ্গে মুক্তি পেতে চলেছে দেবের 'ব্যোমকেশ ও দূর্গ রহস্য়' এবং মধুমিতা সরকারের 'চিনি 2' ৷ মঙ্গলবার নিজের ছবির অজিতের সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন দেব ৷ জানা গিয়েছে, দেব-রুক্মিণীর সঙ্গে অজিত হিসেবে স্ক্রিনশেয়ার করতে চলেছেন অম্বরিশ ভট্টাচার্য ৷ একইসঙ্গে দেব এও জানিয়েছেন, বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবির টিজারও খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ৷ অন্যদিকে, বুধবার মুক্তি পেল মধুমিতা সরকার এবং অপরাজিতা আঢ্যের 'চিনি 2' ছবির ট্রেলার ৷
এর আগে চিনি ছবির হাত ধরে মৈনাক ভৌমিক ফুটিয়ে তুলেছিলেন মা-মেয়ের সম্পর্কের বিভিন্ন দিক ৷ মনস্তাত্বিক এক দ্বন্দ্বের মধ্য়ে দিয়ে গড়ে উঠেছিল ভালোবাসার মেলবন্ধন ৷ মা এবং সন্তানের ভাবনা আসলে তো দু'টি আলাদা যুগের প্রতিনিধিত্ব করে ৷ ঠিক যেমন একসময় দেখা গিয়েছিল ইচ্ছে-র মতো ছবিতেও ৷ সেই ধারণাকেই এক অন্য় প্রেক্ষাপটে সাজিয়ে দিয়েছিলেন অপারাজিতা এবং মধুমিতা ৷
পরিচালক আগেই জানিয়েছিলেন, আগেরবার যেভাবে মা-মেয়ের মতানৈক্য, প্রেম, ভালোবাসা সংক্রান্ত দ্বন্দ্ব ছবির বিষয় হয়ে উঠেছিল এবার তা হবে না ৷ সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি থাকবে অন্য স্বাদও ৷ বুধবার ট্রেলারেও সেই আভাস মিলল ৷ ট্রেলার মুক্তির আগে তাঁদের ছবির ফটোশুটের কিছু ঝলকও শেয়ার করেছিলেন মধুমিতা ৷