পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Madhabi Mukherjee Health Update : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় - Madhabi Mukherjee Health Update

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় ৷ গত 29 এপ্রিল আচমকা অসুস্থ বোধ করায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে (Veteran actress Madhabi Mukherjee discharged from hospital) ৷

Madhabi Mukherjee Health Update
হাসপাতাল থেকে মুক্তি পেলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

By

Published : May 4, 2022, 5:40 PM IST

কলকাতা, 4 মে : গত 29 এপ্রিল আচমকা অসুস্থ বোধ করায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে ৷ পরে অবশ্য চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর অবস্থা স্থিতিশীল, আশঙ্কার তেমন কারণ নেই ৷ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি ৷ আর এবার অনুরাগীদের জন্য় এল বড় সুখবর ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেন এই বর্ষীয়ান অভিনেত্রী (Veteran actress Madhabi Mukherjee discharged from hospital) ৷

বুধবার দক্ষিণ কলকাতার এই হাসপাতালের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, "তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অনেকটাই মিটে গিয়েছে, তিনি মোটামুটিভাবে সুস্থ রয়েছেন এবং খুশি মনেই বাড়ি ফিরে গিয়েছেন ৷ তবে চিকিৎসা চলাকালীন জানা গিয়েছে, তাঁর পিত্তথলিতে সমস্য়া রয়েছে যার জন্য পরে একটি সার্জারি করাতে হবে ৷"

আরও পড়ুন : শ্যাম বেনেগলের প্রশংসা কুড়োলো 'অপরাজিত', আপ্লুত অনীক-জিতুরা

দুর্বলতা এবং অনিয়ন্ত্রিত ডায়াবিটিজের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মাধবী মুখোপাধ্যায় ৷ এ ছাড়াও তাঁর রক্তাপ্লতার সমস্যাও ছিল ৷ অভিনেত্রীর বয়স বর্তমানে 80 বছর ৷ আচমকা অসুস্থ বোধ করায় তাঁর বয়সের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নেওয়া হয়নি ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে এদিন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details