কলকাতা, 12 অগস্ট: বাংলা গানে ফের একবার কণ্ঠ দিলেন সোনু নিগম ৷ এর আগেও বহুবার বাংলা গানে তাঁর কণ্ঠ শোনা গিয়েছে ৷ এবার হরনাথ চক্রবর্তীর নতূুন ছবি 'ওহ লাভলি'র নতুন গানে কণ্ঠ দিলেন তিনি ৷ গানটির নাম 'মায়াবী ঠিকানায়' ৷ আদ্যপ্রান্ত ভালোবাসার এই গানটির হাত ধরে জমে উঠেছে ঋক এবং রাজ নন্দিনীর অনস্ক্রিন প্রেম পর্ব ৷ যদিও প্রথম দিনে ইউটিউবে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে এই গান ৷
শুক্রবার রাতে 'মায়াবী ঠিকানায়' গানটি সামনে এনেছিলেন নির্মাতারা ৷ কিন্তু প্রথম দিন ইউটিউবে গানটি শুনেছেন মাত্র সাত হাজারের কিছু বেশি মানুষ ৷ যদিও অনেকেই সোনুর কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ ৷ কেউ লিখেছেন, "গানটার কিছু কিছু জায়গা শুনে সেই পুরোনো সনু নিগমের কথা মনে পড়ে গেল ৷ এখনকার দিনে এত সুন্দর গান খুবই কম তৈরি হয় ৷" কেউ আবার লিখেছেন, "কতদিন পর এত সুন্দর রোমান্টিক গান শুনলাম বাংলায় ৷ তাও আবার সোনু নিগমের গলায় ৷" কিন্তু ইউটিউবে অন্তত খুব বেশি দর্শকের কাছে পৌঁছতে পারেনি এই গান ৷