পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Lust Stories 2 Trailer Out: হাসির ছলে সপাটে চড়! মুক্তি পেল 'লাস্ট স্টোরিজ 2'-এর ট্রেলার - মুক্তি পেল লাস্ট স্টোরিজ 2 ছবির ট্রেলার

মুক্তি পেল নেটফ্লিক্সের আসন্ন প্রজেক্ট 'লাস্ট স্টোরিজ 2'-এর ট্রেলার ৷ আগামী 29 জুন প্রিমিয়ার হতে চলেছে এই ছবির ৷

Lust Stories 2 Trailer Out
হাজির লাস্ট স্টোরিজ 2 ছবির ট্রেলার

By

Published : Jun 21, 2023, 11:54 AM IST

মুম্বই, 21 জুন: টিজারেই রীতিমতো শোরগোল ফেলেছিল নেটফ্লিক্সের আসন্ন প্রজেক্ট 'লাস্ট স্টোরিজ 2' ৷ যৌনতা, প্রেম, সম্পর্ক সংক্রান্ত অনেক প্রচলিত ট্যাবুকে সপাটে আঘাত করেছিল কাহিনির এই ছোট্ট ঝলকটি ৷ টিজারেই নীনা গুপ্তার কন্ঠে শোনা গিয়েছিল, একটা ছোট্ট গাড়ি কিনতে হলেও হাজারবার টেস্ট ড্রাইভ করে নাও ৷ আর বিয়ের বেলায় কোনও টেস্ট ড্রাইভ নেই এ কেমন কথা? বুধবার মুক্তি পাওয়া ছবির ট্রেলারেও রয়েছে একই সংলাপ ৷ আদতে হাসির ছলে এই সমাজের বোসপুরোনো কিছু ধ্য়ান ধারনাকে আঘাত করে এই ছবি ৷

আগামী 29 জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে অম্রুতা সুভাষ, অঙ্গদ বেদী, কাজল, কুমুদ মিশ্র, ম্রুণাল ঠাকুর, নীনা গুপ্তা, তিলোত্তমা সোম, তমন্না ভাটিয়া, বিজয় বর্মা অভিনীত 'লাস্ট স্টোরিজ 2' ৷ ট্রেলারেও দেখা গেল সম্পর্কের নানা জটিল সমীকরণকে তুলে ধরতে চলেছে এই কাহিনিগুলি ৷ এর আগে 2018 সালে করণ জোহর, দিবাকর বন্দোপাধ্য়ায়, জোয়া আখতার এবং অনুরাগ কাশ্যপের হাত ধরে মুক্তি পেয়েছিল 'লাস্ট স্টোরিজ'-এর প্রথম অধ্য়ায় ৷

আর এবার জুটি বেঁধেছেন আর বাল্কি, অমিত রবীন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেনশর্মা আর সুজয় ঘোষ ৷ 'কাহানি' ফ্র্যাঞ্চাইজির পরিচালক সুজয় ঘোষ এবং পরিচালক অপর্ণা সেনের কন্যা এবার একই মালায় গাঁথছেন নিজেদের গল্প ৷ আগেরবার চারটি আলাদা আলাদা কাহিনি একসুতোয় বেঁধেছিলেন করণ-অনুরাগরা ৷ এবারও সেই আভাসই দিয়েছেন পরিচালকরা ৷

আরও পড়ুন:কেউ চাখলেন জিলিপি, কারও হাতে পাঁপড়ভাজা... রথযাত্রায় কী করলেন টলি সুন্দরীরা?

তবে ট্রেলারে আগ্রহ কয়েকগুণ যে বেড়ে গেল তা বলাই বাহুল্য ৷ দুই বাঙালি পরিচালক তো রয়েছেনই বাঙালি অভিনত্রী কাজলকেও এক নয়া অবতারে দেখা যাবে এই ছবিতে ৷ কাহিনির মূল পটভূমি যে সম্পর্কের বিভিন্ন ধরনের জটিলতা তা বুঝে নিতে অসুবিধা হয় না ৷ সঙ্গে বয়স হলেই যে পুরোনো চিন্তাধারা আঁকড়ে ধরে বসে থাকতে হবে এরও যে কোনও মানে নেই সেই কথাও বলে এই ছবি ৷

ABOUT THE AUTHOR

...view details