হায়দরাবাদ, 12 এপ্রিল: লাকি আলি সুপরিচিত তাঁর 'ও সনম', 'এক পল কা জিনা'-র মতো গানগুলির জন্য় ৷ তবে সম্প্রতি এই গায়ক চর্চায় উঠে এসেছেন তাঁর একটি সাম্প্রতিক ফেসবুক পোস্টের জন্য় ৷ যদিও তিনি পোস্টটি এখন ডিলিট করে দিয়েছেন তবে তাঁর বক্তব্য এখন নতুন বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ এই পোস্টে তিনি লিখেছিলেন, 'ব্রাহ্মণ' শব্দটি এসেছে 'ব্রহ্ম' থেকে আর ব্রহ্ম শব্দের উৎপত্তি হয়েছে 'আব্রাম' থেকে ৷ তাঁর এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ অবশেষে এই নিয়ে ক্ষমা চাইলেন লাকি ৷
রবিবার এই বিতর্কিত পোস্টটি করেছিলেন গায়ক ৷ আর তারপর শুরু হয় চর্চা এবং ট্রোলিং ৷ অবশেষে এই নিয়ে ক্ষমা চেয়ে লাকি লেখেন, "আমি বুঝতে পারছি আমার শেষ পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ তবে কাউকে কষ্ট দেওয়া বা কাউকে রাগিয়ে দেওয়া আমার এই লেখার উদ্দেশ্য় ছিল না ৷ তবু আমি খুবই দুঃখিত (যে মানুষ এত কষ্ট পেয়েছেন) ৷ আমার উদ্দেশ্য় ছিল সকলকে আরও কাছাকাছি নিয়ে আসার ৷"